শোকস্তব্ধ বলিউড। গ্রাফিক: তিয়াসা দাস
হৃদরোগে আক্রান্ত হয়ে নয়াদিল্লির এমস-এ আচমকাই মৃত্যু হয় প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের। তাঁর আকস্মিক প্রয়াণে বলি মহল শোকস্তব্ধ। লতা মঙ্গেশকর থেকে অনুপম খের, শাবানা আজমি থেকে অনুরাগ কাশ্যপ— মঙ্গলবার গভীর রাত থেকেই সকলের টুইটারের দেওয়াল ভরে উঠেছে ‘সুপার মম’-এর জন্য শোকবার্তায়।
নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে একটি লাইভ ভিডিও শেয়ার করে মঙ্গলবার রাতেই অনুপম লেখেন, ‘সুষমার মতো একজন সৎ,আদর্শবান রাজনৈতিক ব্যক্তিত্ব আর নেই।’অনুপমএই মুহূর্তে নিউ ইয়র্কে। ঘটনার আকস্মিকতায় এতটাই স্তম্ভিত যে কিছুটা হালকা হতেই তাঁর এই টুইটার লাইভ, এ কথাও জানান অনুপম।
— Anupam Kher (@AnupamPKher) August 6, 2019
টেলি অভিনেতা কর্ণবীর বোহরা লেখেন,“তাঁর জন্যই কোনও ভারতীয়কে বিদেশে অসুবিধের মধ্যে পড়তে হয়নি।” পুরনো প্রসঙ্গ তুলে এনে কর্ণবীর আরও লেখেন, মস্কোতে গিয়ে তিনি একবার পাসপোর্ট সমস্যায় পড়েছিলেন।তখন সুষমা স্বরাজই তাঁর জন্য সাময়িক পাসপোর্ট এবং ভিসার ব্যবস্থা করেছিলেন।“তিনি না থাকলে রাশিয়ার জেলে কাটাতে হত আমায়,”লেখেন কর্ণবীর।
Shocked to hear that @SushmaSwaraj ji passed away.A woman who worked hard for the betterment of r country,she never made any Indian feel alienated when in trouble in a foreign land.
— Karanvir Bohra (@KVBohra) August 6, 2019
(Like in Russia, if it wasn't for Sushmaji I wud have been impounded) #RIPSushmaJi #Jaihind🇮🇳
লতা মঙ্গেশকর টুইটে লেখেন, ‘গান- কবিতার প্রতি অনুরক্ত, একজন আদর্শবান নেতার অকাল প্রয়াণে আমি শোকস্তব্ধ। খুব ভাল বন্ধু ছিলেন আমার। সারাজীবন তোমায় মনে রাখব।’
Deeply shocked and saddened to hear about Sushma Swaraj ji’s sudden demise.
— Lata Mangeshkar (@mangeshkarlata) August 6, 2019
A graceful and honest leader, a sensitive and selfless soul, a keen understanding of music and poetry and a dear friend. Our former external minister will be remembered fondly.
অভিনেতা সঞ্জয় দত্ত লেখেন, “ বরাবরই আমার কাছের মানুষ ছিলেন তিনি। সেই শুরুর দিন থেকেই পাশে পেয়েছি। দেশের বিরাট ক্ষতি হল।”
RIP Sushma ji. Absolutely shocked and devastated to hear about her passing. She was always close to me and was extremely kind, since the early days. My heartfelt condolences to the family & our entire nation for this great loss.
— Sanjay Dutt (@duttsanjay) August 6, 2019
মতাদর্শগত দিক দিয়ে বিভেদ থাকলেও বা চিরকালই গেরুয়া শিবিরের বিপরীতে হাঁটলেও অভিনেত্রী শাবানা আজমিও টুইটারে লেখেন, ‘রাজনৈতিক বিভেদ থাকলেও সুষমার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক বেশ ভালই ছিল আমার। তাঁর নবরত্নের মধ্যে আমি ছিলাম একজন। ’
আরও পড়ুন: ৩৭০-এর জের! কাশ্মীরে বন্ধ হতে পারে বলিউডের ছবির শ্যুটিং
আরও পড়ুন: অবশেষে স্ত্রীর স্বপ্ন পূরণ করতে পেরে খুশি বনি কপূর, টুইট করে জানালেন সে কথা
Deeply saddened that Sushma Swaraj has passed away.Inspite of political differences we had an extremely cordial relationship. I was 1 of her Navratans as she called us during her I and B ministership and she gave industry status to film. Articulate sharp and accessible. RIP
— Azmi Shabana (@AzmiShabana) August 6, 2019
এ ছাড়াও দালের মেহেন্দি, পরিচালক মধুর ভাণ্ডারকর, অর্জুন কপূর সকলেরই টুইটারের দেওয়াল ভেসে গিয়েছে প্রাক্তন বিদেশমন্ত্রীর প্রতি স্মৃতিচারণায়, শোক বার্তায়।
Saddened to hear about the sudden demise of Sushma Swaraj ji . May her soul rest in peace 🙏
— Anushka Sharma (@AnushkaSharma) August 6, 2019
পেশায় আইনজীবী সুষমা স্বরাজ এক সময় সুপ্রিম কোর্টেও প্র্যাকটিস করেছেন। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-এর হাত ধরে রাজনীতিতে প্রবেশ তাঁর। জরুরি অবস্থার পর যোগ দেন বিজেপিতে। আর অল্প দিনের মধ্যেই জাতীয় স্তরের রাজনীতিক হিসাবে মানুষের মনে জায়গা করে নেন।২০১৪ সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নির্বাচিত হলে, বিদেশ দফতরের দায়িত্ব হাতে পান সুষমা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy