Advertisement
২৯ ডিসেম্বর ২০২৪
Kushal Punjabi

মুম্বইয়ের ফ্ল্যাটে জনপ্রিয় বলি অভিনেতা কুশল পঞ্জাবীর ঝুলন্ত দেহ উদ্ধার, সন্দেহ আত্মহত্যা

কুশলের আকস্মিক মৃত্যুতে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া। অভিনেতা কর্ণবীর বোহরা এ দিন নিজের টুইটার অ্যাকাউন্টে লেখেন, ‘আমি মর্মাহত। হতে পারে এখন যে জায়গায় তুমি রয়েছ তা অনেক বেশি সুখকর। কিন্তু এই ক্ষতি পূরণ হওয়ার নয়।’

কুশল পঞ্জাবী।

কুশল পঞ্জাবী।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৯ ১১:৩৮
Share: Save:

রহস্যজনক ভাবে মৃত্যু হল হিন্দি টেলি সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা কুশল পঞ্জাবীর। তাঁর বয়স হয়েছিল ৩৭ বছর। শুক্রবার ভোরে কুশলের মুম্বইয়ের ফ্ল্যাট থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছেন তিনি। তবে ঠিক কী কারণে কুশল এমনটা করলেন, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

কুশলের আকস্মিক মৃত্যুতে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া। অভিনেতা কর্ণবীর বোহরা এ দিন নিজের টুইটার অ্যাকাউন্টে লেখেন, ‘আমি মর্মাহত। হতে পারে এখন যে জায়গায় তুমি রয়েছ তা অনেক বেশি সুখকর। কিন্তু এই ক্ষতি পূরণ হওয়ার নয়।’

কর্ণের ওই পোস্টে অভিনেত্রী শ্বেতা তিওয়ারি থেকে শুরু করে রবি দুবের মতো অভিনেতারা কমেন্ট করেছেন। অনেকেই লিখেছেন,‘এ রকম কী করে হয়ে গেল!’

আরও পড়ুন-দাদুর মৃত্যুর পরদিনই পার্লারে গিয়ে কটাক্ষের শিকার মেয়ে নাইসা, এ বার মুখ খুললেন অজয়

দেখুন কর্ণের পোস্ট

গায়ক বাবা সেহগালও কুশলের আকস্মিক প্রয়াণে শোক প্রকাশ করে লিখেছেন, ‘আমি ভাবতেই পারছি না যে কুশল আর নেই। সব সময় যে কোনও রকম ঝুঁকি নিতে রাজি ছিল ও। আমার বন্ধুর থেকেও ছোট ভাইয়ের মতো ছিল। যেখানেই থাকো ভাল থেকো।’

আরও পড়ুন-পরিচালকের গার্লফ্রেন্ডের প্রেমে পড়েই বলিউডে প্রথম ব্রেক পেয়েছিলেন সলমন!

রিয়ালিটি শো ‘জোর কা ঝটকা’ তে বিজয়ী হওয়ার পরেই লাইমলাইট এসে পড়ে কুশলের উপর। এ ছাড়াও ‘ঝলক দিখলা যা’-সহ বেশ কিছু রিয়ালিটি শো-তে পারফর্ম করতে দেখা গিয়েছে তাঁকে। সিরিয়াল, রিয়ালিটি শো-র পাশাপাশি ফারহান আখতার পরিচালিত ‘লক্ষ্য’, কর্ণ জোহর পরিচালিত ‘কাল’ এবং ‘ধান ধা না ধান গোল’-এও অভিনয় করেছিলেন কুশল। ২০১৫তে ইউরোপিয়ান গার্লফ্রেন্ড অড্রে ডোলহেনের সঙ্গে গোয়ায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন কুশল। তাঁদের একটি তিন বছরের ছেলেও রয়েছে।

কুশলের কিছু ইনস্টা পোস্ট:

Them #gains 💪🏼💪🏼😂❤️ From #superbaby to #superboy . #sizedoesmatter #muscles #pump #superman #musclegain #babyboy #daddysboy #strongboy #growingup #superhero #timeflies #halloween #costume #dccomics

A post shared by Kushal Punjabi. (@itsme_kushalpunjabi) on

#alps #paragliding #adventure #adventuresport #frenchalps #mountains #winter #snow #skiing #upintheair #adrenalinerush

A post shared by Kushal Punjabi. (@itsme_kushalpunjabi) on

অন্য বিষয়গুলি:

Kushal Punjabi death Suicide Celebrity Death Bollywood Hindi Serial
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy