সমাজমাধ্যমে তাঁকে নিয়ে চর্চার শেষ নেই। এ বার আইনি বিপাকে জড়ালেন ওরি তথা ওরহান অবাত্রমণি। ওরির পেশা ঠিক কী? বার বার এই প্রশ্ন উঠেছে। বলি তারকাদের সঙ্গে প্রায়ই তাঁর দেখা মেলে। কিন্তু তিনি ঠিক কী করেন, তা এখনও কারও কাছে স্পষ্ট নয়। এই বার বৈষ্ণোদেবী মন্দির সংলগ্ন এলাকায় মদ্যপান করে বিপাকে তিনি। ওরি ও তাঁর সাত বন্ধুকে আটক করেছে জম্মু-কাশ্মীর পুলিশ। এই ঘটনায় এ বার বিজেপি নেতা বিক্রম রণধওয়া ও বলবন্ত সিংহ মানকোটিয়া ফুঁসে উঠলেন ওরির বিরুদ্ধে।
দুই বিজেপি নেতাই দাবি করেছেন, ওরির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা উচিত। ইতিমধ্যেই ওরি ও তাঁর বন্ধুদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে জম্মু-কাশ্মীর পুলিশ। কাটরা এলাকায় মদ্যপান ও আমিষ খাবার নিষিদ্ধ। সেখানেই মন্দির সংলগ্ন এলাকায় ওরির মদ্যপান করার একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। তার পরেই আপত্তি জানান রাজনৈতিক নেতা ও ধর্মীয় সংগঠনের সদস্যেরা।
বিক্রম রণধওয়া এই ঘটনাকে নিন্দনীয় বলে দাবি করেছেন। তিনি সংবাদমাধ্যমকে বলেছেন, “আগে ওদের ব্যাগের তল্লাশি নেওয়া উচিত ছিল। এই ঘটনা বহু ভক্তের ভাবাবেগে আঘাত হেনেছে। কঠোরতম শাস্তি হওয়া উচিত। যত ক্ষণ না বিচার হচ্ছে, ওরা যেন জম্মু-কাশ্মীর ছেড়ে বেরোতে না পারে।”
আরও পড়ুন:
আর এক বিজেপি নেতা বলবন্তের মতে, কাটরার মতো পবিত্র স্থানে মদ্যপান অত্যন্ত নিন্দনীয় ঘটনা। ভবিষ্যতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয় তার জন্য তিনিও কড়া শাস্তি দাবি করেছেন। এই ঘটনার জেরে ওরির বিরুদ্ধে ফুঁসে উঠেছেন নেটাগরিকেরাও।
কাটরার কটেজ স্যুট এলাকায় মদ্যপান করছিলেন ওরি ও তাঁর বন্ধুরা। এই জায়গাকে হিন্দু ধর্মের অন্যতম পবিত্র স্থান হিসাবে মান্যতা দেওয়ায় সেখানে আমিষ খাবার ও মদ্যপানে নিষেধাজ্ঞা রয়েছে। সেই নিয়মই লঙ্ঘন করেন ওরি। ঘটনায় ওরি-সহ তাঁর সাত বন্ধু দর্শন সিংহ, পার্থ রায়না, ঋত্বিক সিংহ, রাশি দত্ত, রক্ষিতা ভোগল, শাগুন কোহলি এবং রুশ নাগরিক আরজামাস্কিনাকে অভিযুক্ত হিসাবে চিহ্নিত করা হয়েছে।