Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Mahesh

Rath Yatra 2022: মাহেশের রথ টানলেন জীবন্ত ‘শ্রীচৈতন্য’ বিপুল, সঙ্গী ‘বিষ্ণুপ্রিয়া’

মাহেশের রথে জীবন্ত শ্রীচৈতন্যদেব। ভক্তদের সঙ্গে মিশে রথ টানলেন। অন্নভোগও গ্রহণ করলেন।

—নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০১ জুলাই ২০২২ ২০:৩০
Share: Save:

পুরীর মতোই জনজোয়ার মাহেশেও। গত দু'বছর অতিমারির কারণে এখানেও বন্ধ ছিল রথযাত্রা। এ বছর মেলার পাশাপাশি রথের রশি ছুঁতে মানুষের ঢল। সেই ভিড়ে মিশে গিয়েছিলেন জীবন্ত শ্রীচৈতন্যদেবও! সঙ্গী বিষ্ণুপ্রিয়া!

আনন্দবাজার অনলাইনকে কালার্স বাংলা চ্যানেলের তরফ থেকে জানানো হয়েছে, ধারাবাহিক ‘জয় জগন্নাথ’-এ এ দিন পর্দায় শ্রীচৈতন্যদেব পৌঁছোবেন নীলাচলে। যুগাবতারের ভূমিকায় অভিনয় করেছেন বিপুল পাত্র। এ দিন তিনি পর্দার স্ত্রী ‘বিষ্ণুপ্রিয়া’ ওরফে তিতিক্ষা দাসকে নিয়ে উপস্থিত মাহেশের রথে। যুগলের রূপসজ্জায় তাঁদের দেখে আপ্লুত উপস্থিত ভক্ত দর্শকেরা।

পর্দার মতোই বাস্তবেও এ দিন সর্বধর্মসমন্বয়ের বার্তা দেন বিপুল। অভিনেতার কথায়, ‘‘শ্রীরামপুরে তিলধারণের জায়গা নেই। সারা দিন ধরে জগন্নাথ এবং শ্রীকৃষ্ণের নামসংকীর্তন চলছে। আমিও আজ এখানে ভক্তদের থেকে 'জীবন্ত শ্রীচৈতন্যদেব' হিসেবে সম্মানিত। সবার সঙ্গে রথ টানা, ভোগপ্রসাদ খাওয়ার আনন্দই আলাদা।’’

অন্য বিষয়গুলি:

Mahesh Rath Yatra Bengali Serial Bipul Patra
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE