গত তিন সপ্তাহের ধারা বজায় থাকল এ বারও। ধারাবাহিকের টিআরপি তালিকার শীর্ষে রইল জ়ি বাংলার ‘পরিণীতা’। কিছু দিন আগেই শুরু হয়েছে উদয়প্রতাপ সিংহ এবং নবাগতা ঈশানী চট্টোপাধ্যায় অভিনীত এই ধারাবাহিক। এই সপ্তাহে এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৮। গত সপ্তাহের চেয়ে নম্বর কমলেও, তালিকার শীর্ষে এখনও এটিই।
গত সপ্তাহের চেয়ে তালিকায় এগিয়ে এসেছে স্টার জলসার ধারাবাহিক ‘কথা’। সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা জুটির রসায়ন বরাবরই পছন্দ দর্শকের। এ বার দ্বিতীয় স্থানে উঠে এসেছে এই ধারাবাহিক। প্রাপ্ত নম্বর ৭.৪। এই সপ্তাহের তালিকায় কিছুটা পিছিয়ে গিয়েছে ‘ফুলকি’। গত সপ্তাহে এই ধারাবাহিক ছিল তালিকার দ্বিতীয় স্থানে। কিন্তু এই সপ্তাহে ৭.২ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে ‘ফুলকি’। একই নম্বর পেয়ে এই সপ্তাহে তৃতীয় স্থানে রয়েছে ‘জগদ্ধাত্রী’ ও ‘গীতা এলএলবি’।

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
চতুর্থ স্থানে রয়েছে ‘কোন গোপনে মন ভেসেছে’। গত সপ্তাহে তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছিল এই ধারাবাহিক। এই সপ্তাহে রণজয় বিষ্ণু ও শ্বেতা ভট্টাচার্য অভিনীত এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.১। পঞ্চম স্থানে রয়েছে ‘রাঙামতী তিরন্দাজ’। স্টার জলসার এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭। ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছে ধারাবাহিক ‘উড়ান’। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬।
এর পরেই রয়েছে আদৃত রায় ও পারিজাতের ধারাবাহিক ‘মিত্তিরবাড়ি’। ৫.৯ নম্বর পেয়ে সপ্তম স্থানে রয়েছে এই ধারাবাহিক। অষ্টম স্থানে জায়গা করে নিয়েছে ধারাবাহিক ‘আনন্দী’। এর প্রাপ্ত নম্বর ৫.৮।