Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Anik Dutta Birthday

জন্মদিন শুনলেই ঠাকুরদা বলতেন, ‘তুমি নেতাজি না কি গান্ধীজি!’ জন্মদিনে স্মৃতিকাতর অনীক

২২ মে বুধবার পরিচালক অনীক দত্তের জন্মদিন। বিশেষ দিনটি কী ভাবে কাটাচ্ছেন তিনি? খোঁজ নিল আনন্দবাজার অনলাইন।

Image of director Anik Dutta

অনীক দত্ত। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ মে ২০২৪ ১৬:৩৫
Share: Save:

বৃষ্টিভেজা জন্মদিনে বাড়িতেই সময় কাটাচ্ছেন পরিচালক অনীক দত্ত। জন্মদিন নিয়ে শুরু থেকেই বিশেষ একটা মাতামাতি করতে পছন্দ করেন না পরিচালক। তবে, তিনি না চাইলেও বন্ধুরা নাছোড়বান্দা। তাই দুপুরে কেক কাটতেই হয়েছে ‘অপরাজিত’র পরিচালককে।

বিশেষ দিনে আর কী কী পরিকল্পনা অনীকের? পরিচালকের মেয়ে স্টকহোমে থাকেন। বিদেশে থেকেই তিনি বাবার জন্য বাড়িতে কেক পাঠানোর ব্যবস্থা করেছেন। পরিচালক উদ্‌যাপনের মেজাজে না থাকলেও বৃষ্টির দুপুরে বন্ধুরা তাঁর বাড়িতে এসে হাজির। অনীক বললেন, ‘‘সকলে মিলে একটু রান্নাবান্না করে খাওয়াদাওয়া হল। কেকও কাটলাম।’’

কথা প্রসঙ্গেই ছেলেবেলায় ফিরে গেলেন অনীক। জানালেন, তাঁর পরিবার বেশ রক্ষণশীল ছিল। তাই জন্মদিন নিয়ে বিশেষ একটা মাতামাতি ছিল না। অনীক হেসে বললেন, ‘‘আমার ঠাকুরদাকে প্রণাম করলে বলতেন, ‘‘কী হইসে?’’ জন্মদিন শুনলে তখন বলতেন, ‘‘তুমি নেতাজি না গান্ধীজি, যে তোমার জন্মদিন হবে!’’ তবে বছর সাতেক বয়স পর্যন্ত বাড়িতে অনীকের জন্মদিন উপলক্ষে ফ্লুরিজ় থেকে কেক আসত। পরিচালকের কথায়, ‘‘ধেড়ে হয়ে গেলাম যখন, তার পর জন্মদিন পালনের মাতামাতি ছিল না।’’ একই সঙ্গে তিনি যোগ করলেন, ‘‘তবে মোমবাতি কেন নেভানো হবে, প্রশ্ন তুলেছিলেন বাবা-কাকারা। তার পর বাড়িতে পায়েসের চল শুরু হল। কিন্তু সেটা আমার মোটেও পছন্দ ছিল না।’’

অনীক জানালেন, জন্মদিনে তাঁর সহকর্মী এবং বন্ধুরাই বেশি আসেন বাড়িতে। তাঁর কথায়, ‘‘গত বছর যেমন সৃজন (যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য) এসেছিল। এ বার তো ও ভোটের প্রচারে ব্যস্ত।’’

প্রায় দু’বছর আগে মুক্তি পায় ‘অপরাজিত’। বুধবার সেই ছবির অভিনেতা জীতু কমল তাঁর ‘গুরু’কে সমাজমাধ্যমে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। চলতি বছরে অনীকের ‘যত কাণ্ড কলকাতায়’ ছবিটি মুক্তি পাওয়ার কথা। সেই ছবি কবে মুক্তি পাবে? অনীক বললেন, ‘‘শুটিং শেষ। তবে পোস্ট প্রডাকশনের কাজ পুরোটাই বাকি। আশা করছি, জুন মাস থেকে কাজ শুরু করতে পারব।’’

অন্য বিষয়গুলি:

Anik Dutta Tollywood News Celebrity Birthday Bengali Director birthday boy Birthday Celebration
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy