Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Parno Mittra on Bonbibi

কাদা আর কাঁটায় পা আটকে যেত! সুন্দরবনে ‘বনবিবি’র শুটিংয়ের স্মৃতি ভাগ করে নিলেন পার্নো

পার্নো মিত্র অভিনীত ‘বনবিবি’ ছবির আউটডোর হয়েছিল সুন্দরবনে। কতটা কঠিন ছিল আউটডোর? জানালেন অভিনেত্রী।

Bengali actress Parno Mittra shares her shooting experience in Sunderbans for the film Bonbibi

‘বনবিবি’ ছবিতে পার্নো মিত্রের লুক। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:০২
Share: Save:

ছবির আউটডোরে বিভিন্ন লোকেশনে অভিনেতাদের হাজির হতে হয়। কিন্তু বাংলায় আর পাঁচটি লোকেশনের সঙ্গে সুন্দরবনে শুটিংয়ের অভিজ্ঞতা যে একদম আলাদা সে কথা জোর গলায় স্বীকার করে নিতে রাজি পার্নো মিত্র। সম্প্রতি অভিনেত্রীর নতুন ছবি ‘বনবিবি’র প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে। নাম থেকেই অনুমেয়, ছবির প্রেক্ষাপট সুন্দরবন। ছবির আউটডোরের অভিজ্ঞতা ভাগ করে নিলেন পার্নো।

সুন্দরবনের বিধবা সম্প্রদায় এবং স্থানীয় অপরাধ চক্র এই ছবির প্রেক্ষাপট। রাজদীপ ঘোষ পরিচালিত ছবির টিজ়ারেই তার আভাস মিলেছে। সুন্দরবনে দু’বছর আগে ছবির শুটিং সেরেছিল ইউনিট। দীর্ঘ দিন পর ছবি মুক্তি পাচ্ছে বলে উচ্ছ্বসিত পার্নো বললেন, ‘‘কোভিডের সময় অনেকগুলো ছবি আটকে ছিল। একে একে জমে থাকা ছবি এখন মুক্তি পাচ্ছে। আমরা সকলে প্রচুর পরিশ্রম করেছিলাম। ছবিটা শেষ পর্যন্ত মুক্তি পাচ্ছে বলে আমি খুশি।’’

ছবির টিজ়ারেই আভাস মিলেছে নদী পাড়ে কর্দমাক্ত জমিতে পার্নোকে শট দিতে হয়েছিল। সুন্দরবনে শুটিং করার অভিজ্ঞতা কী রকম ছিল? অভিনেত্রী বললেন, ‘‘সুন্দরবন আসাধারণ জায়গা। কিন্তু শহরের মতো সব সুযোগ-সুবিধা ওখানে নেই। দিন পনেরোর শিডিউল ছিল। কলকাতায় ফেরার পরের দিনই আবার আমার গোয়া যাওয়ার কথা। খুব দ্রুত আমাদের শুটিং সারতে হয়েছিল। ইউনিটের সাহায্য ছাড়া সেটা সম্ভব ছিল না।’’

চারটে লঞ্চে ইউনিট প্রায় ১৭-১৮ ঘণ্টা শুটিং করত। পার্নো বললেন, ‘‘নদীর ধারে কাদায় আমার পা আটকে যেত। তার পর সকলে মিলে আমাকে টেনে তুলতেন। পাশাপাশি ম্যানগ্রোভের শ্বাসমূলে পা কেটে যেত। খুব কঠিন ছিল।’’ একই সঙ্গে পার্নো স্মরণ করলেন, ‘‘স্থানীয় মানুষদের দেখে অবাক হয়ে যেতাম। কারণ, ওঁরা সাবলীল ভাবে কাদার মধ্যে দিয়ে হেঁটে যেতেন। আমার কাছে বিষয়টা একদমই নতুন ছিল।’’ এখনও পর্যন্ত ‘বনবিবি’র শুটিং যে তাঁর কেরিয়ারের অন্যতম কঠিন চ্যালেঞ্জ, সে কথাও স্বীকার করে নিলেন পার্নো।

ছবিতে রয়েছেন একগুচ্ছ তারকা। টলিপাড়ার সোহিনী সরকার, রণজয় বিষ্ণু, মিশকা হালিম, আর্য দাশগুপ্ত ছাড়াও বলিউডের দিব্যেন্দু ভট্টাচার্য রয়েছেন গুরুত্বপূর্ণ চরিত্রে। আর্যর সঙ্গে রেশমের (ছবিতে পার্নোর চরিত্র) প্রেমের ইঙ্গিত দিয়েছে ছবির টিজ়ার। পার্নো বললেন, ‘‘বয়স কম। কিন্তু খুব ভাল অভিনেতা আর্য। দীর্ঘ দিন ও ওয়ার্কশপ করেছিল।’’

সম্প্রতি কলকাতা চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় ‘বনবিবি’। পার্নোর কথায়, ‘‘চলচ্চিত্র উৎসবে ছবিটা দেখে অনেকেরই পছন্দ হয়েছিল। এখন আমি সমাজমাধ্যমে টিজ়ার পোস্ট করতেই প্রচুর শুভেচ্ছাবার্তা পেয়েছি। আশা করছি, ছবিটা দর্শক পছন্দ করবেন।’’ আগামী ১ মার্চ ‘বনবিবি’র মুক্তি পাওয়ার কথা।

অন্য বিষয়গুলি:

Bengali Actress Parno Mittra New Bengali Film Upcoming Bengali Film Shooting Experience Sundarbans
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy