আবার ১৪৪ বছর পরে আয়োজিত হবে মহাকুম্ভ। তাই ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নানের সুযোগ হাতছাড়া করতে চাননি দেবলীনা কুমার। বরাবরই তিনি আধ্যাত্মিক মানুষ। তাই হাতে সময় কম থাকলেও, পৌঁছে গিয়েছিলেন প্রয়াগরাজে। পুণ্যস্নানের ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিলেন তিনি দেবলীনা।
তবে মহাকুম্ভে গিয়ে নাকি এক অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে অভিনেত্রী তথা নৃত্যশিল্পীকে। ছবিতে দেখা যাচ্ছে সবুজ রঙের কুর্তি পরে ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করছেন দেবলীনা। সঙ্গে গিয়েছেন দেবলীনার বাবা-মা। পোস্টের সঙ্গে অভিনেত্রী লিখেছেন, “মহাকুম্ভ মেলা ২০২৫-এ থাকার সুযোগ পেলাম। আবার ১৪৪ বছর পরে এমন সুযোগ আসবে। আমি মন থেকে খুবই আধ্যাত্মিক মানুষ। কিন্তু শুধু আধ্যাত্মিকতাই নয়, আমি তার চেয়েও বড় অভিজ্ঞতা অর্জন করতে চেয়েছিলাম। কারণ এই জীবনে আর এই সুযোগ পাব না।”
আরও পড়ুন:
মহাকুম্ভে যাওয়ার জন্য ভোরবেলা ঘুম থেকে উঠে সকাল সাড়ে সাতটার বিমান ধরেছিলেন দেবলীনা। প্রয়াগরাজে পৌঁছেই ডুব দেন তিনি ত্রিবেণী সঙ্গমে। দেবলীনা লিখেছেন, “সকালে বিমানে চেপে প্রয়াগরাজে পৌঁছেই পুণ্যস্নান করি। কিন্তু এই দিনই সন্ধে সাড়ে সাতটার মধ্যে ফিরতেই হত।” এই দিন প্রয়াগরাজ থেকে ফিরেই নিজের কাজে যোগ দেন তিনি। উড়ানে বিলম্বের কারণে আরও বেশি সময় লাগে দেবলীনার। তাই বিমানবন্দরের শৌচালয়েই তড়িঘড়ি শাড়ি পরে সেজে নেন অভিনেত্রী। সেখান থেকেই সোজা নিজের নতুন অ্যালবামের প্রচারের অনুষ্ঠানে পৌঁছে যান দেবলীনা। বিমানের সামনে দাঁড়িয়ে শাড়ি পরে একটি ছবিও তোলেন অভিনেত্রী। তাই পোস্টের শেষে তিনি লেখেন, “এই প্রথম শাড়ি পরে বিমানের সামনে দাঁড়িয়ে ছবি তুললাম।” প্রসঙ্গত উল্লেখ্য, দেবলীনার আগে মহাকুম্ভে গিয়ে পুণ্যস্নান করেছেন রচনা বন্দ্যোপাধ্যায়।