Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Khadaan Movie Update

‘খাদান’-এ থাকছেন না বনি! শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল, নেপথ্যে কী কারণ?

‘খাদান’ ছবিতে অভিনয় করার কথা ছিল বনি সেনগুপ্তের। কিন্তু তিনি আর ছবিটি করছেন না বলেই শোনা যাচ্ছে।

Bengali actor Bony Sengupta is not a part of Khadaan anymore starring Dev

বনি সেনগুপ্ত। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২০ মার্চ ২০২৪ ১৬:৪৪
Share: Save:

চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে দেব অভিনীত ‘খাদান’ ছবির শুটিং শুরু হয়েছে। ছবিতে রয়েছেন টলিপাড়ার এক ঝাঁক তারকা। শুরুতে শোনা গিয়েছিল, এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন যিশু সেনগুপ্ত ও বনি সেনগুপ্ত। যিশু ছবির শুটিং শুরু করেছেন। কিন্তু এই ছবি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বনি। কিন্তু, কেন?শুটিংয়ের আগেই এই ছবিতে যিশুর ফার্স্ট লুক প্রকাশ করেছিলেন দেব। সেখানে শ্রীখোল নিয়ে দেখা গিয়েছিল অভিনেতাকে। সম্ভবত ছবিতে তিনি দেবের বন্ধুর চরিত্রে অভিনয় করছেন। সময়ের সঙ্গে ছবির বাকি অভিনেতাদের নাম প্রকাশ্যে এলেও সেখানে বনির কোনও উল্লেখ ছিল না। ফলে টলিপাড়ায় জল্পনা দানা বাঁধতে খুব বেশি সময় লাগেনি। জানা গিয়েছে, ছবিতে বনির বদলে অভিনয় করছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জন ভট্টাচার্য। তাঁর শুটিং শুরু হয়ে গিয়েছে। কিন্তু, বনি কেন সরে দাঁড়ালেন? অভিনেতা নিজে অবশ্য এখনও পর্যন্ত এই বিষয়ে নিরুত্তর। তবে অভিনেতার ঘনিষ্ঠ সূত্রের দাবি, ছবিতে এই চরিত্রটি ধূসর বলে দাবি করেন নির্মাতারা। সেই মতো বনির সঙ্গে প্রযোজকদের প্রাথমিক কথাবার্তাও হয়েছিল। কিন্তু পরে চরিত্রটিকে খলনায়কের রূপ দেওয়া হয়। রোম্যান্টিক নায়ক হিসেবেই দর্শকের কাছে বনির পরিচিতি। কেরিয়ারের এই মুহূর্তে তিনি নাকি খল চরিত্রে অভিনয় করতে রাজি ছিলেন না। তাই শেষ পর্যন্ত ছবি থেকে সরে দাঁড়ান বনি। ‘খাদান’ বড় বাজেটের ছবি। বেশ কয়েকটি শিডিউলে ছবির শুটিং সারবেন পরিচালক সুজিত দত্ত। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ইধিকা পাল, বরখা বিশ্‌ত সেনগুপ্ত, অনির্বাণ চক্রবর্তী, স্নেহা বসু। সম্প্রতি সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল) খেলে শহরে ফিরেছেন বনি। তাঁর দল বেঙ্গল টাইগার্স এই প্রথম লিগ জিতেছে। আপাতত কয়েক দিনের বিশ্রাম। তার পরেই নতুন ছবির প্রচারে ব্যস্ত হয়ে পড়বেন অভিনেতা।

অন্য বিষয়গুলি:

Khadan Bengali Movie Upcoming Movie Dev Jisshu Sengupta Barkha Bisht Sengupta Bonny Sengupta
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy