অনির্বাণ চক্রবর্তী। ছবি: সংগৃহীত।
আরও এক বার একেনবাবু চরিত্রে ফিরছেন অভিনেতা অনির্বাণ চক্রবর্তী। জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় আসছে একেনের নতুন সিরিজ়। দার্জিলিং এবং রাজস্থানের পর এ বার একেনের অভিযান বাঙালির অন্যতম প্রিয় গন্তব্য পুরীতে। সোমবার থেকে সেখানে শুরু হয়েছে শুটিং। প্রথম দিনের শুটিংয়ের অভিজ্ঞতা আনন্দবাজার অনলাইনের সঙ্গে ভাগ করে নিলেন অনির্বাণ।
১৪ সেপ্টেম্বর পুরী পৌঁছে গিয়েছেন অনির্বাণ। রবিবার টিমের বাকিরা সেখানে পৌঁছেছেন। সোমবার সকাল থেকেই ফ্লোরে অনির্বাণ। উল্লেখ্য, এর আগে ছোটবেলায় পুরীতে ঘুরতে গিয়েছেন তিনি। তবে শুটিংয়ের জন্য এই প্রথম নীলাচলে উপস্থিত হয়েছেন অভিনেতা। নতুন গল্প নিয়ে কোনও রকম তথ্য ভাগ করে নিতে রাজি নন অভিনেতা। তবে বললেন, ‘‘সকাল থেকেই টানা শুটিং করছি। গত কাল একটু মেঘলা আবহাওয়া ছিল। ভাল হাওয়া দিচ্ছে। তাই আমি একটু খুশি ছিলাম। তবে রোদ উঠলেই খুব গরম লাগছে।’’
পুরীতে শুটিংয়ের বাইরে আলাদা কী পরিকল্পনা রয়েছে অনির্বাণের? অভিনেতা জানালেন, ব্যস্ত শিডিউল বলেই আলাদা করে ঘোরার কোনও সময় তিনি পাবেন না। তবে একাধিক লোকেশনে শুটিং চলবে। তাই শুটিংয়ের সমান্তরালেই ভ্রমণের স্বাদ নেবেন। এমনকি, জগন্নাথ দর্শনে যেতে পারবেন কি না, এখনও তা স্পষ্ট নয় অভিনেতার কাছে। অনির্বাণের কথায়, ‘‘আমার সময় নেই। সুহোত্র (বাপির চরিত্রাভিনেতা) বা সোমকেরও (প্রমথের চরিত্রাভিনেতা) সময় পাওয়ার কথা নয়। কারণ, সিংহভাগ দৃশ্যেই তো আমরা তিন জন।’’
প্রথম দিন পুরী শহরের বিভিন্ন রাস্তায় শুটিং সারছে ইউনিট। পুজোর আগে এই মুহূর্তে পুরীতে বাঙালি পর্যটকদের ভিড়। আর তাঁদের চোখ এড়িয়ে শুটিং করাই মুশকিল। অনির্বাণ জানালেন, তাঁকে চিনতে পারলেই অনুরাগীরা এগিয়ে এসে গল্প করছেন। শুটিং দেখছেন, ছবি তুলছেন। তার মাঝে নিজস্বীর আবদারও মেটাতে হচ্ছে কি অভিনেতাকে? অনির্বাণ হেসে বললেন, ‘‘না না, শুটিংয়ের মধ্যে তার অনুমতি তো দেওয়া যাবে না। তবে দেখলাম, দূর থেকেও অনেকেই শুটিংয়ের ছবি তুলছেন।’’
পুরী ছাড়াও কোণার্ক মন্দির, রঘুরাজপুর, উদয়গিরিতে সিরিজ়ের শুটিং সারবে ইউনিট। শুটিং শেষ হলে আগামী ২৩ সেপ্টেম্বর কলকাতায় ফিরবেন অনির্বাণ। শোনা যাচ্ছে, একেনবাবুর নতুন সিরিজ় বছরের শেষে মুক্তি পাবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy