Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Subhashree Ganguly

Barkha-Yuvaan: প্রকাশ্যে এলেন বরখার ‘ক্রাশ’! তিনি কে, জানেন?

খেলার ছলে অনেক বারই ইন্দ্রনীল-ঘরনি কাছে টেনে নিয়েছেন তাঁকে।

পছন্দের মানুষের সঙ্গে সময় কাটালেন বরখা।

পছন্দের মানুষের সঙ্গে সময় কাটালেন বরখা।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২১ ২০:৩৬
Share: Save:

ইন্দ্রনীল সেনগুপ্তের সঙ্গে দাম্পত্য কি ভেঙেই গেল? নতুন ভালবাসার সন্ধান পেলেন বরখা সেনগুপ্ত?

রাজ চক্রবর্তী ছবি দিয়ে এ কথা জানিয়েছেন। ছবিতে লেখা ‘ক্রাশ’। পরিচালক একটি রিল ভিডিয়োও পোস্ট করেছেন। দেখা গিয়েছে, বরখা আর তাঁর পছন্দের মানুষ এক সঙ্গে অনেকটা সময়ও কাটিয়েছেন। খেলার ছলে অনেক বারই ইন্দ্রনীল-ঘরনি কাছে টেনে নিয়েছেন তাকে। কখনও আদর করে জড়িয়ে নিয়েছেন নিজের সঙ্গে। কখনও তার গালে একে দিয়েছেন ভালবাসার চিহ্ন, গাঢ় চুম্বন।

অনেক দিন ধরেই ইন্দ্রনীল-বরখা দাম্পত্যে ভাটার টান। তাঁরা নাকি আর এক ছাদের নীচে থাকেন না, এ কথাও শোনা গিয়েছিল। তার মধ্যেই বিধায়ক-পরিচালকের মারফত এই খবর ছড়াতে ভালই কৌতূহল ছড়িয়েছে চারিদিকে।

শুভশ্রীর ইনস্টাগ্রাম স্টোরি।

শুভশ্রীর ইনস্টাগ্রাম স্টোরি।

আন্দাজ করতে পারছেন, বরখা কাকে নতুন করে মন দিলেন? তিনি আর কেউ নন, রাজ-পুত্র ইউভান চক্রবর্তী! জ্যান্ত পুতুলের মতোই একরত্তিকে সবার পছন্দ। তার ঝাঁকড়া চুল, মাথা দোলানো, হা হা হাসি, টলোমলো পায়ে দৌড়ঝাঁপ দেখে সবাই তাঁকে চান। সেই দলে এ বার ‘প্যায়ারেলাল রে’ আইটেম গানের অভিনেত্রীও। রাজ-শুভশ্রী চক্রবর্তীর বাড়িতে এসেছেন তিনি। ঘরের ভিতরেই ফুটবল নিয়ে মেতেছিলেন দু’জনে। বল দেওয়ার অছিলায় বারেবারে খুদেকে টেনে নিয়েছেন কোলের কাছে!

ক্রাশের প্রতি এই আচরণ 'পূর্বরাগ' ছাড়া আর কী?

অন্য বিষয়গুলি:

Subhashree Ganguly Barkha Bisht Sengupta Yuvaan Chakraborty
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy