সেই ১৯৬০ সালে মুক্তি পেয়েছিল ‘মুঘল-এ-আজম’। ৫৭ বছর পেরিয়ে গেলেও দিলীপকুমার, মধুবালা, পৃথ্বীরাজ কপূর অভিনীত ছবিটি আজও মানুষের মনে অমলিন।
যুবরাজ সেলিম আর আনারকলির প্রেমকাহিনির রুপোলি পরদায় রূপান্তর, কালের নিয়মে সাদাকালো থেকে রঙিনও হয়েছিল। এ বার ভারতীয় সিনেমার সেই ক্লাসিক ছবি এবং তার পরিচালক কে আসিফ-কে সম্মান জানানোর সিদ্ধান্ত নিয়েছে বাফটা। লন্ডনে ব্রিটিশ অ্যাকাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন (বাফটা)-এর মঞ্চে জানানো হবে ট্রিবিউট।
আগামী বৃহস্পতিবার সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শাবানা আজমি, জাভেদ আখতার ও ফারহান আখতার। অভিনেতা ইরফান খান ও পরিচালকের নাতনি হায়া আসিফ উদ্বোধন করবেন অনুষ্ঠানের। একটি আলোচনা সভারও আয়োজন করা হয়েছে। ‘‘কে আসিফের কথা বলতেই মনের মধ্যে এমন একজনের ছবি ভেসে ওঠে, যিনি সিনেমার নান্দনিকতার শেষ কথা। অনুষ্ঠানে থাকতে পেরে গর্বিত মনে হচ্ছে,’’ সংবাদ সংস্থাকে জানান জাভেদ আখতার।
প্রসঙ্গত, ‘মুঘল-এ-আজম’ মুক্তির পর বক্স অফিসের বহু রেকর্ড গুঁড়িয়ে দেয়। ২০০৬ সালে পাকিস্তানেও মুক্তি পায় ছবিটি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy