প্রত্যাশা ছিলই। তবে শুরুর আগেই যে এমন খেল দেখাতে শুরু করবে ‘বাহুবলী ২’ তা কল্পনা করতে পারেননি সিনেপ্রেমীরাও। মুক্তির আগেই ৫০০ কোটির ক্লাবে ঢুকে গিয়ে এমনই চমক দিল ‘বাহুবলী ২’।
২০১৫-তে মুক্তি পেয়েছিল ‘বাহুবলী’র প্রথম ভাগ। এস এস রাজামৌলির সেই সিনেমা সর্বকালের সমস্ত রেকর্ড ভেঙে প্রথম ভারতীয় সিনেমা হিসাবে প্রবেশ করেছিল ৫০০ কোটির চৌহদ্দিতে। তবে সেটা ছবি মুক্তির পর। সিক্যুয়েলে সেই রিকর্ডও ভাঙল বাহুবলী। মুক্তির আগেই পেরলো ৫০০ কোটির গণ্ডি।
২৮ এপ্রিল মুক্তি পাবে বাহুবলীর শেষ ভাগ ‘বাহুবলী: দ্য কনক্লুশন’। একই সঙ্গে তামিল, তেলুগু এবং হিন্দি ভাষায় মুক্তি পাবে এই ছবি। এর আগে প্রথম ডাবড সিনেমা হিসাবে ১০০ কোটির ক্লাবে ঢুকেছিল ‘বাহুবলী: দ্য বিগিনিংস’-এর হিন্দি ভার্সন। এ বার ২০০ কোটি বাজেটের ‘বাহুবলী: দ্য কনক্লুশন’ কত কোটির পথ পার করবে তা অনুমান করতেও পারছে না সিনেমা বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: ‘বাহুবলী ২’-এর দ্বিতীয় পোস্টার মুক্তি প্রজাতন্ত্র দিবসে
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy