‘কাবালি’কে হারিয়ে দিল ‘বাহুবলী ২’। কিন্তু কীভাবে? যে ছবি এখনও রিলিজই করেনি, তা কীভাবে রজনীকন্তের সুপারহিট ছবিকে পিছনে ফেলে এগিয়ে গেল জানেন?
ফিল্ম বিশেষজ্ঞরা জানিয়েছেন, বাণিজ্যিক হিসেবে ইতিমধ্যেই ‘কাবালি’কে ছাড়িয়ে গিয়েছে ‘বাহুবলী ২’। কারণ মুক্তির আগেই প্রি-রিলিজ ডিল থেকে ‘বাহুবলী ২’-এর আয় হয়েছে ৩৫০ কোটি টাকা। যেখানে মুক্তির আগে ‘কাবালি’ আয় করেছিল ২০০ কোটি টাকা।
আগামী ২৮ এপ্রিল, ২০১৭ মুক্তি পাবে ‘বাহুবলী টু’। পরিচালক এস এস রাজামৌলি এখন অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে ব্যস্ত। যা শেষ হয়ে যাবে চলতি মাসেই। এখনও দু’টি গানের দৃশ্যের শুটিং বাকি। যা আগামী নভেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত ‘বাহুবলী ২’-এর যা থিয়েট্রিক্যাল রাইটস বিক্রি হয়েছে তা এর আগে কোনও দক্ষিণী ছবিতে হয়নি।
‘বাহুবলী’-র ফার্স্ট পার্ট মুক্তি পেয়েছিল ২০১৫-তে। তখনই ভারতীয় সিনেমার বাণিজ্যিক ইতিহাসে ঢুকে পড়েছিল ছবিটি। কারণ বিশ্বজুড়ে ৬০০ কোটি টাকার ব্যবসা করেছিল। আর মুক্তির আগেই ইতিহাসে ঢুকে পড়ল ‘বাহুবলী পার্ট টু’ও। ছবিটি যে বক্স অফিসে তুমুল সাফল্য পাবে তা আর বলার অপেক্ষা রাখে না। তেলুগু, তামিল, মালয়ালাম ও হিন্দি ভাষায় মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘বাহুবলী ২’-এর। প্রযোজক-পরিচালক মনে করেন, আসন্ন ছবিটি বক্স অফিসের যাবতীয় হিসেব ছাপিয়ে যাবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy