অভিষেক-আয়ুষ্মান
গত তিন বছর ধরেই তিনি বক্স অফিসে পরপর হিট দিয়েছেন। তাঁর ধারার ছবি এতটাই জনপ্রিয় হয়েছে যে বলা হয়, তাঁর নামেই হিন্দি ইন্ডাস্ট্রিতে নতুন একটি জ়ঁরের জন্ম হয়েছে। কথা হচ্ছে, আয়ুষ্মান খুরানার। করোনার কারণে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত ছবিগুলির মধ্যে তাঁর ‘গুলাবো সিতাবো’ই প্রথম। এ বার আয়ুষ্মানকে দেখা যাবে পরিচালক অভিষেক কপূরের আগামী লাভস্টোরিতে, একেবারে অচেনা রূপে। ছবিতে এক অ্যাথলিটের ভূমিকায় অভিনেতা।
‘রক অন’, ‘কাই পো চে’, ‘কেদারনাথ’-এর মতো ছবির পরিচালক অভিষেক তাঁর স্বকীয়তার জন্য পরিচিত। তাই এই দুই সফল শিল্পীর জোটবন্ধন নিয়ে দর্শকের প্রত্যাশা থাকাই স্বাভাবিক। পরিচালকের কথায়, ‘‘দর্শক হলে এসে ছবি দেখুন, সেটাই আমাদের প্রধান লক্ষ্য। তাই এই ছবির জন্য চেষ্টায় খামতি রাখব না।’’
অ্যাথলিটের চরিত্রের জন্য আয়ুষ্মানের চেহারায় বড়সড় পরিবর্তন আনতে হবে। সেই ট্রেনিং সম্পর্কে আয়ুষ্মানের বক্তব্য, ‘‘প্রথম বার দর্শক আমাকে এ রকম চেহারায় দেখবেন। জানি, খুব কঠিন কসরত করতে হবে। কিন্তু সব কষ্টই এর জন্য করতে রাজি।’’
আরও পড়ুন: বলিউডের ফেভারিটিজমের সবচেয়ে বড় শিকার হলেন কিশোর কুমার, লতাজিরা: অভিজিৎ
ছবির নাম এখনও চূড়ান্ত হয়নি। অক্টোবরে শুটিং শুরু হওয়ার কথা। গল্পটি উত্তর ভারতের কোনও একটি শহরকে কেন্দ্র করে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy