দ্বিতীয় বিয়ে প্রসঙ্গে মুখ খুললেন আশিস। ছবি : সংগৃহীত।
৫৭-এ জীবনের নতুন অধ্যায় শুরু করলেন অভিনেতা আশিস বিদ্যার্থী। প্রথম স্ত্রী পিলু বিদ্যার্থীর সঙ্গে বিবাহবিচ্ছেদের অল্প কিছু সময়ের মধ্যেই কলকাতার পোশাকশিল্পী রূপালি বড়ুয়াকে বিয়ে করেন অভিনেতা। তাঁর বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকে এক দল যেমন প্রশংসা করেছেন তাঁর, অন্য দিকে, কটাক্ষও কিছু কম সহ্য করতে হয়নি তাঁকে। তবে কি দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নেওয়াটা সহজ ছিল? পরিবার কি তাঁর পাশে ছিল? মুখ খুললেন আশিস।
অভিনেতা জানান, তাঁর দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত অনেকেই আঘাত দিয়েছে। তাঁর পরিবারের পক্ষে এই বিয়েটা মানা কঠিন ছিল। অভিনেতা বলেন, পরিবারের মধ্যেই আমার দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত মানতে বেশ অসুবিধা হয়েছিল। কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে।’’
প্রথম স্ত্রী পিলুর সঙ্গে বিবাহবিচ্ছেদের প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘‘ঝগড়া, অশান্তি না হলে মানুষ বিচ্ছেদের পথে হাঁটে না। কেউ এটা মানতেই পারে না যে, দুটো মানুষ শান্তিপূর্ণ ভাবেও আলাদা হতে পারেন। আসলে সমালোচনা করার জন্য একটা টপিক চাই।’’
পাশপাশি তিনি বলেন, ‘‘এটা ভাবার কোনও কারণ নেই যে, পিলু শুধুই আমার সন্তানের মা। পিলুর সঙ্গে অনেক সুখস্মৃতি রয়েছে আমার। পিলু আমার স্ত্রী, আমার বন্ধু। ভাববেন না খুব আনন্দের সঙ্গে এই সিদ্ধান্ত নিয়েছি। দু’জনকেই কষ্ট পেতে হয়েছে।’’
দ্বিতীয় স্ত্রী রূপালি প্রসঙ্গে অভিনেতা জানান, পিলুর সঙ্গে বিচ্ছেদের পর ভ্লগিংয়ের কাজে প্রথম দেখা হয় তাঁদের। তার পর থেকেই শুরু কথা। বুঝতে শুরু করেন একে অপরকে। আশিসের সঙ্গে আলাপের সময় সিঙ্গল ছিলেন রূপালি। তার পাঁচ বছর আগেই যে স্বামীকে হারিয়েছেন। দ্বিতীয় বার বিয়ের ভাবনাচিন্তা ছিল তাঁর, এমনটাও নয়। তবে আলাপ বাড়তেই জীবনটাকে নতুন ভাবে শুরু করার সিদ্ধান্ত নেন তাঁরা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy