Advertisement
২৩ জানুয়ারি ২০২৫
Vicky Kaushal

Bollywood Couples: লাভের কড়ি গুনেই কি জীবনসঙ্গী বাছছেন বলি-তারকারা? জল্পনা ফের উস্কে দিলেন ‘ভিক্যাট’

আসুন এক ঝলক দেখে নেওয়া যাক, সাত পাক ঘুরেই কী ভাবে রোজগারের অঙ্কে সাতশো পা এগিয়ে গিয়েছেন কিছু বলিউড তারকা।

দুই চর্চিত জুটি— ‘ভিক্যাট’ এবং ‘বিরুষ্কা’

দুই চর্চিত জুটি— ‘ভিক্যাট’ এবং ‘বিরুষ্কা’

পরমা দাশগুপ্ত
শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২১ ১৩:৩৬
Share: Save:

সদ্য সাত পাক ঘুরেছেন দু’জনে। নতুন বিয়ের গন্ধ এখনও ঘিরে রয়েছে ক্যাটরিনা কইফ-ভিকি কৌশলকে। তার মধ্যেই তাঁদের গাঁটছড়ার লাভ-লোকসান নিয়ে চর্চা তুঙ্গে! বিয়ের ভিডিয়ো ও ছবির স্বত্ব প্রায় ১০০ কোটি টাকায় বিক্রি করেছেন ভিক্যাট, ‘বিবাহিত’ তকমার সঙ্গে সঙ্গেই আকাশ ছুঁয়েছে জুটির বাজারদর। ঠিক যেমনটা হয়েছিল প্রিয়ঙ্কা চোপড়া-নিক জোনাস, দীপিকা পাড়ুকোন-রণবীর সিংহ, অনুষ্কা শর্মা-বিরাট কোহলীদের ক্ষেত্রে। নিন্দকেরা বলছেন, শুধু বিয়েতে বাণিজ্য নয়, ইদানীং জীবনসঙ্গী বাছাইয়েও রীতিমতো হিসেব কষছেন তারকারা।

আসুন এক ঝলক দেখে নেওয়া যাক, সাত পাক ঘুরেই কী ভাবে রোজগারের অঙ্কে সাতশো পা এগিয়ে গিয়েছেন কিছু বলিউড তারকা। ২০১৮-য় বিয়ে মিটতেই দীপিকা পাড়ুকোন-রণবীর সিংহের মিলিত বাজারদর পৌঁছে যায় ১৬০ কোটি ৮০ লক্ষ টাকায়। প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাস জুটিও বিয়ের পরেই ঘরে তোলে প্রায় ৭৩৪ কোটি টাকা। ২০১৭ সালে ভারত অধিনায়ক বিরাট কোহলীর সঙ্গে গাঁটছড়া বাঁধার পরে আয় বেড়েছে অনুষ্কা শর্মারও। প্রেম পরিণতির দিকে হাঁটা শুরু করতেই লক্ষ্মীর ভাঁড়ার উপুড় ক্যাটরিনা-ভিকিরও। ‘দীপবীর’, ‘বিরুষ্কা’ বা ‘নিক-প্রিয়াঙ্কা’র মতোই বিশ্বের সবচেয়ে বিত্তশালী দম্পতিদের তালিকায় ঢুকে পড়েছেন ‘ভিক্যাট’। হয়ে উঠছেন বলিউডের নতুন ‘পাওয়ার কাপল’।

তবে কি সত্যিই জীবনসঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে লাভের কড়ি মাথায় রাখছেন তারকারা? ইতিমধ্যেই ক্যাটরিনা-ভিকির বিয়ের সমীকরণ নিয়ে প্রশ্ন তুলছেন অনুরাগীরা। তাঁদের দাবি, খ্যাতির নিরিখে ক্যাটরিনার তুলনায় অনেক ছোট মাপের তারকা ভিকি। এ বিয়েতে কার লাভ, কার লোকসান, তা নিয়ে চর্চা চলছে বিস্তর। কিন্তু অতীত ঘাঁটলেই দেখা যাবে, বলিউডের বেশ কিছু তারকা দম্পতির ক্ষেত্রেই এমন হিসেবের খাতা খুলে অঙ্ক কষার প্রমাণ মিলছে। শুধু বাজারদর বাড়ানোই নয়, কখনও পাখির চোখ হয়েছে খ্যাতি, কখনও বা কেরিয়ারে বড়সড় দাঁও মারা।

রাজ-শুভশ্রী এবং যশ-নুসরতকে নিয়ে চর্চা কম নয়।

রাজ-শুভশ্রী এবং যশ-নুসরতকে নিয়ে চর্চা কম নয়।

রানি মুখোপাধ্যায়ের কথাই ভাবুন! বলিপাড়ার কানাঘুষো বলে এক সময়ে অভিষেক বচ্চনের প্রেমে হাবুডুবু খেতেন রানি। অভিষেকের জীবনে ঐশ্বর্যা ঢুকে পড়ায় মনের দুঃখে দূরে সরে যান ‘বান্টি’র ‘বাবলি’। আর তার পর? বিবাহিত আদিত্য চোপড়ার সঙ্গে জমাটি প্রেম এবং তাঁর ডিভোর্সের পরে সোজা বিয়ের পিঁড়িতে। আদিত্য চোপড়া। যশরাজ ফিল্মসের সুযোগ্য উত্তরাধিকারী। তাঁর ঘরণী হওয়া কি রানির সফল কেরিয়ারের সামনে আরও বড়সড় দরজা খুলে ফেলা নয়?

ঐশ্বর্যা নিজেই বা কম কীসে? বলিউডের ‘ভাইজান’ সলমন খান থেকে বিবেক ওবেরয়। জমিয়ে প্রেম করেছেন নীলনয়না সুন্দরী। আর বিয়ে? স্বয়ং অমিতাভ বচ্চনের পুত্র অভিষেক বচ্চনকে। গাঁটছড়া বাঁধার পরে দীর্ঘদিন তাঁকে ঘিরে ঘুরপাক খেয়েছে একটাই প্রশ্ন। এ বিয়ে কি প্রেমে নাকি বচ্চন পরিবারের খ্যাতির মোহে?

একই প্রশ্ন আলোড়ন ফেলেছিল করিনা কপূর, সেফ আলি খানের বিয়েতেও। দশ বছরের বড়, বিবাহিত, দুই ছেলে মেয়ের বাবা সইফকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে কি পতৌদি পরিবারের রাজকীয় আভিজাত্য বা সইফের জনপ্রিয়তার অঙ্কেই মন দিয়েছিলেন কপূর-কন্যে? বলিউডের বনেদি কপূর পরিবারের মেয়ে হওয়ায় খ্যাতির মোহ নিয়ে প্রশ্ন ওঠেনি এ ক্ষেত্রে। বরং কপূর পরিবারের জামাই হওয়ার নেপথ্যের কারণ খোঁজা হয়েছিল সইফের ক্ষেত্রে।

তুলনায় টলিউড অবশ্য বরাবরই ঢিমেতালে হেঁটেছে। এমনিতেই বলিউডের তুলনায় ছবির বাজেট বা রোজগারের টাকার অঙ্কে সব সময়েই ঢের পিছিয়ে থেকেছে টলিপাড়া। পাশাপাশি জীবনসঙ্গী বাছাইয়েও অনেকটাই আবেগে ভেসেছেন কলকাতার নায়ক-নায়িকারা। শ্রাবন্তী-রোশন, নুসরত-নিখিল-যশ। বানভাসি প্রেম, ত্রিকোণ, ঈর্ষা, প্রতিদ্বন্দ্বিতায় বরাবরই মুড়ে থেকেছে তাঁদের সম্পর্ক বা বিয়ে।
বলিউড অবশ্য এ ক্ষেত্রেও হিসেবি, পেশাদারও। তাই বিয়ের মণ্ডপে ওঠার আগেই বিক্রি হয়ে যায় অনুষ্ঠানের এক্সক্লুসিভ ছবি-ভিডিয়ো, একক উপার্জনের চেয়ে হয়তো অনেক বেশি নজর থাকে জুটি হিসেবে আয়ের অঙ্কে। হয়তো বা সেই অঙ্কেই এক প্রেম থেকে অন্য প্রেমে যাতায়াত আর বুঝে শুনে বাঁধা পড়া বিয়ের বন্ধনে!
বাণিজ্যে বসতে লক্ষ্মী! নাকি বিয়েতে বসতে বাণিজ্য?

অন্য বিষয়গুলি:

Vicky Kaushal katrina kaif Virat Kohli Anushka Sharma Raj Chakraborty Subhashree Ganguly Yash Dasgupta nusrat jahan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy