নাসিরুদ্দিনকে জবাব দিলেন অনুপম। —ফাইল চিত্র।
তাঁকে ‘জোকার’ বলায় এ বার নাসিরুদ্দিন শাহকে একহাত নিলেন অভিনেতা অনুপম খের। নাসিরুদ্দিনের মন্তব্যকে তিনি গুরুত্ব দেন না বলে জানিয়ে দিলেন তিনি।
বুধবার টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করে নাসিরের মন্তব্যের প্রেক্ষিতে অনুপম বলেন, ‘‘আপনার সম্পর্কে কখনও খারাপ মন্তব্য করিনি। আর বলে রাখি, আপনার মন্তব্যকেও কখনও তেমন গুরুত্বও দিইনি। ইন্ডাস্ট্রির অন্যতম সফল অভিনেতা হওয়া সত্ত্বেও, সারাটা জীবন নৈরাশ্যে কেটেছে আপনার। আপনি যদি দিলীপ কুমার, অমিতাভ বচ্চন, শাহরুখ খান এবং বিরাট কোহলির সমালোচনা করতে পারেন, ওঁদের সঙ্গে এক সারিতে বসতে পেরে খুশি আমি।’’
সংশোধিত নাগরিকত্ব নিয়ে বলিউডের নীরবতা নিয়ে সম্প্রতি সংবাদমাধ্যমে মুখ খুলেছিলেন নাসিরুদ্দিন। সেখানেই অনুপম খেরকে একহাত নেন তিনি। নাসিরুদ্দিন বলেন, ‘‘বলিউডের অনেকেই টুইটারে বেশ সক্রিয়। অনুপম খেরও নিয়মিত নিজের মতামত জানান। কিন্তু আমার মনে হয়, ওঁকে গুরুত্ব দেওয়ার কিছু নেই। উনি একটা জোকার। উনি যে মানসিকবিকারগ্রস্ত, তা ন্যাশনাল স্কুল অব ড্রামা এবং এফটিআইআইয়ে ওঁর সমসাময়িক সকলেই জানেন।’’
जनाब नसीरुदिन शाह साब के लिए मेरा प्यार भरा पैग़ाम!!! वो मुझसे बड़े है। उम्र में भी और तजुर्बे में भी। मै हमेशा से उनकी कला की इज़्ज़त करता आया हूँ और करता रहूँगा। पर कभी कभी कुछ बातों का दो टूक जवाब देना बहुत ज़रूरी होता। ये है मेरा जवाब। 🙏 pic.twitter.com/M4vb8RjGjj
— Anupam Kher (@AnupamPKher) January 22, 2020
অনুপমের টুইট।
আরও পড়ুন: ‘অধিকার খর্ব হচ্ছে’, বিশ্ব গণতন্ত্র সূচকে ১০ ধাপ নামল ভারত
আরও পড়ুন: জেএনইউ-র সার্ভার রুমে ভাঙচুরই হয়নি, আরটিআইয়ের উত্তরে চাঞ্চল্যকর তথ্য
দীপিকা পাড়ুকোনের মতো হাতেগোনা কয়েক জন এই প্রতিবাদকে সমর্থন জানানোয়, তাঁদের প্রশংসাও করেন নাসিরুদ্দিন। তিনি বলেন, ‘‘কম বয়সী অভিনেতা এবং পরিচালকরা এর বিরুদ্ধে এগিয়ে এসেছেন বটে। তবে বড়মাপের তারকারা কেউ মুখ খোলেননি। এতে অবশ্য অবাক হওয়ার কিছু নেই। মনে হয়, ওঁদের হয়তো অনেক কিছু হারানোর রয়েছে। সে তো দীপিকারও রয়েছে। তা সত্ত্বেও ও কিন্তু সাহস দেখিয়েছে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy