Advertisement
২৭ ডিসেম্বর ২০২৪
Amitabh Bachchan

Anoop Ramchandra: কোনও মতে দিন কাটে, ইনি বিগ বি-র পিসতুতো ভাই

শুধু অমিতাভের সম্পত্তির পরিমাণ সাড়ে ৪৪ কোটি ডলারেরও বেশি। যা ভারতীয় মুদ্রায় ৩ হাজার ৩২২ কোটি টাকা!

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৫ জুলাই ২০২১ ১৩:১১
Share: Save:
০১ ১৯
মুম্বইয়ে ‘জলসা’ বা ‘প্রতীক্ষা’-র কথা কে না জানেন? সারা দিনই এই দুই বাংলোর সামনে বিগ বি এবং তাঁর পরিবারের এক ঝলক পাওয়ার জন্য ভিড় করে থাকেন অনুগামীরা।

মুম্বইয়ে ‘জলসা’ বা ‘প্রতীক্ষা’-র কথা কে না জানেন? সারা দিনই এই দুই বাংলোর সামনে বিগ বি এবং তাঁর পরিবারের এক ঝলক পাওয়ার জন্য ভিড় করে থাকেন অনুগামীরা।

০২ ১৯
চলাফেরা, ওঠাবসা, পোশাক, খাওয়া— সবেতেই বচ্চন পরিবারের বিলাসবহুলতার ছাপ স্পষ্ট। দেশের অন্যতম ধনী এই পরিবার। তাঁদের খ্যাতি, জনপ্রিয়তা বিদেশেও রয়েছে।

চলাফেরা, ওঠাবসা, পোশাক, খাওয়া— সবেতেই বচ্চন পরিবারের বিলাসবহুলতার ছাপ স্পষ্ট। দেশের অন্যতম ধনী এই পরিবার। তাঁদের খ্যাতি, জনপ্রিয়তা বিদেশেও রয়েছে।

০৩ ১৯
শুধু অমিতাভের সম্পত্তির পরিমাণ সাড়ে ৪৪ কোটি ডলারেরও বেশি। যা ভারতীয় মুদ্রায় ৩ হাজার ৩২২ কোটি টাকা! তার উপর স্ত্রী জয়া বচ্চন, ছেলে অভিষেক, বৌমা ঐশ্বর্যা তো রয়েইছেন।

শুধু অমিতাভের সম্পত্তির পরিমাণ সাড়ে ৪৪ কোটি ডলারেরও বেশি। যা ভারতীয় মুদ্রায় ৩ হাজার ৩২২ কোটি টাকা! তার উপর স্ত্রী জয়া বচ্চন, ছেলে অভিষেক, বৌমা ঐশ্বর্যা তো রয়েইছেন।

০৪ ১৯
অথচ জানলে অবাক হতে হয় অমিতাভেরই অত্যন্ত কাছের এক আত্মীয় ভুগছেন অর্থকষ্টে! দিন আনি দিন খাই অবস্থা তাঁর।

অথচ জানলে অবাক হতে হয় অমিতাভেরই অত্যন্ত কাছের এক আত্মীয় ভুগছেন অর্থকষ্টে! দিন আনি দিন খাই অবস্থা তাঁর।

০৫ ১৯
বচ্চন পরিবার থেকে বিন্দুমাত্র সাহায্য তিনি পান না। তাঁদের সঙ্গে কোনও কথাবার্তাও নেই অমিতাভ কিংবা তাঁর পরিবারের কারও।

বচ্চন পরিবার থেকে বিন্দুমাত্র সাহায্য তিনি পান না। তাঁদের সঙ্গে কোনও কথাবার্তাও নেই অমিতাভ কিংবা তাঁর পরিবারের কারও।

০৬ ১৯
তাঁর নাম অনুপ রামচন্দ্র। অমিতাভের নিজের পিসির ছেলে অনুপ। অমিতাভের সঙ্গে ছোটবেলার অনেক স্মৃতি এখনও টাটকা অনুপের মনে।

তাঁর নাম অনুপ রামচন্দ্র। অমিতাভের নিজের পিসির ছেলে অনুপ। অমিতাভের সঙ্গে ছোটবেলার অনেক স্মৃতি এখনও টাটকা অনুপের মনে।

০৭ ১৯
অনুপ থাকেন অমিতাভেরই আদি বাড়িতে। উত্তরপ্রদেশের কাটঘড়ে এখনও রয়েছে অমিতাভদের আদি বাড়ি।

অনুপ থাকেন অমিতাভেরই আদি বাড়িতে। উত্তরপ্রদেশের কাটঘড়ে এখনও রয়েছে অমিতাভদের আদি বাড়ি।

০৮ ১৯
এই বাড়িতেই মা-বাবা-ভাইয়ের সঙ্গে জীবনের অনেকটা সময় কাটিয়েছেন অমিতাভ। সেই বাড়িরই একাংশে পরিবার নিয়ে বাস করেন অনুপ।

এই বাড়িতেই মা-বাবা-ভাইয়ের সঙ্গে জীবনের অনেকটা সময় কাটিয়েছেন অমিতাভ। সেই বাড়িরই একাংশে পরিবার নিয়ে বাস করেন অনুপ।

০৯ ১৯
অমিতাভের বাবা হরিবংশ রাই বচ্চন ছিলেন স্বনামধন্য কবি। এক সময় ইলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনাও করেছিলেন তিনি।

অমিতাভের বাবা হরিবংশ রাই বচ্চন ছিলেন স্বনামধন্য কবি। এক সময় ইলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনাও করেছিলেন তিনি।

১০ ১৯
হরিবংশের এক বোনেরই ছেলে অনুপ। চার ভাইয়ের মধ্যে তৃতীয় অনুপ। জীবনের প্রথম দিকে অবস্থা এতটাও সঙ্গীন ছিল না অনুপের।

হরিবংশের এক বোনেরই ছেলে অনুপ। চার ভাইয়ের মধ্যে তৃতীয় অনুপ। জীবনের প্রথম দিকে অবস্থা এতটাও সঙ্গীন ছিল না অনুপের।

১১ ১৯
যত দিন হরিবংশ বেঁচে ছিলেন অনুপের দেখভাল করতেন তিনিই। কিন্তু হরিবংশের মৃত্যুর পর তাঁদের দেখাশোনার আর কেউ নেই। অমিতাভও তত দিনে পৈতৃক বাড়ি ছেড়ে মুম্বই থাকতে শুরু করেছিলেন।

যত দিন হরিবংশ বেঁচে ছিলেন অনুপের দেখভাল করতেন তিনিই। কিন্তু হরিবংশের মৃত্যুর পর তাঁদের দেখাশোনার আর কেউ নেই। অমিতাভও তত দিনে পৈতৃক বাড়ি ছেড়ে মুম্বই থাকতে শুরু করেছিলেন।

১২ ১৯
অনুপের সঙ্গে প্রথম দিকে কথাবার্তা থাকলেও হরিবংশের মৃত্যুর পর নাকি আর পিসতুতো ভাইয়ের সঙ্গে সম্পর্ক রাখেননি অমিতাভ।

অনুপের সঙ্গে প্রথম দিকে কথাবার্তা থাকলেও হরিবংশের মৃত্যুর পর নাকি আর পিসতুতো ভাইয়ের সঙ্গে সম্পর্ক রাখেননি অমিতাভ।

১৩ ১৯
দুই সন্তান এবং স্ত্রীকে নিয়ে অমিতাভের পৈতৃক বাড়িতে থাকেন অনুপ। অনুপ একজন ইলেকট্রিক মিস্ত্রি। যা উপার্জন করেন তাতে ঠিকমতো সংসারও চলে না।

দুই সন্তান এবং স্ত্রীকে নিয়ে অমিতাভের পৈতৃক বাড়িতে থাকেন অনুপ। অনুপ একজন ইলেকট্রিক মিস্ত্রি। যা উপার্জন করেন তাতে ঠিকমতো সংসারও চলে না।

১৪ ১৯
বচ্চন পরিবার কেন মুখ ফিরিয়ে রয়েছে অনুপের থেকে? এ নিয়ে যা বিতর্ক রয়েছে তার কতটা ঠিক, কতটা ভুল তা বচ্চন পরিবারই বলতে পারবে।

বচ্চন পরিবার কেন মুখ ফিরিয়ে রয়েছে অনুপের থেকে? এ নিয়ে যা বিতর্ক রয়েছে তার কতটা ঠিক, কতটা ভুল তা বচ্চন পরিবারই বলতে পারবে।

১৫ ১৯
অনুপের মুখে এর পিছনের একটি কারণ জানা গেলেও বচ্চন পরিবার কখনও এ নিয়ে মুখ খোলেনি। ফলে বিষয়টি কতটা সত্য তা নিশ্চিত হওয়া যায় না।

অনুপের মুখে এর পিছনের একটি কারণ জানা গেলেও বচ্চন পরিবার কখনও এ নিয়ে মুখ খোলেনি। ফলে বিষয়টি কতটা সত্য তা নিশ্চিত হওয়া যায় না।

১৬ ১৯
অনুপের মতে, তিনি অমিতাভদের পৈতৃক বাড়ির একাংশ জাদুঘর করে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন অমিতাভকে। কারণ এই বাড়ি জুড়ে রয়েছে অমিতাভের বাবা হরিবংশের স্মৃতি।

অনুপের মতে, তিনি অমিতাভদের পৈতৃক বাড়ির একাংশ জাদুঘর করে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন অমিতাভকে। কারণ এই বাড়ি জুড়ে রয়েছে অমিতাভের বাবা হরিবংশের স্মৃতি।

১৭ ১৯
বিগ বি নাকি কোনও দিন অনুপের সঙ্গে সহমত হননি। বরং একাধিক বার অনুপকে বাড়ি ছাড়তে বলেছিলেন।

বিগ বি নাকি কোনও দিন অনুপের সঙ্গে সহমত হননি। বরং একাধিক বার অনুপকে বাড়ি ছাড়তে বলেছিলেন।

১৮ ১৯
অনুপও বাড়ি ছাড়তে রাজি ছিলেন না। পৈতৃক এই জমি নিয়েই দু’জনের মধ্যে বিবাদের সূত্রপাত। এখন তো পিসতুতো ভাইয়ের মুখ দেখাদেখিও সম্পূর্ণ বন্ধ।

অনুপও বাড়ি ছাড়তে রাজি ছিলেন না। পৈতৃক এই জমি নিয়েই দু’জনের মধ্যে বিবাদের সূত্রপাত। এখন তো পিসতুতো ভাইয়ের মুখ দেখাদেখিও সম্পূর্ণ বন্ধ।

১৯ ১৯
গরিব হওয়ায় অমিতাভের একমাত্র ছেলে অভিষেকের বিয়েতেও নাকি আসেননি অনুপ।

গরিব হওয়ায় অমিতাভের একমাত্র ছেলে অভিষেকের বিয়েতেও নাকি আসেননি অনুপ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy