Advertisement
০৪ নভেম্বর ২০২৪

‘দেবী’ রূপেণ

সুজয় ঘোষের ছিল ‘অহল্যা’। অনিরুদ্ধ রায় চৌধুরী শুরু করতে চলেছেন আট মিনিটের শর্টফিল্ম। লিখছেন সংযুক্তা বসুসুজয় ঘোষের ছিল ‘অহল্যা’। অনিরুদ্ধ রায় চৌধুরী শুরু করতে চলেছেন আট মিনিটের শর্টফিল্ম।

মোনালি ঠাকুর, অনিরুদ্ধ রায় চৌধুরী ও অনন্যা চট্টোপাধ্যায়।

মোনালি ঠাকুর, অনিরুদ্ধ রায় চৌধুরী ও অনন্যা চট্টোপাধ্যায়।

শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৫ ০০:০১
Share: Save:

এ বার পুজোয় ল্যাপটপে, মোবাইলে চোখ রেখে শুধু ঠাকুরই দেখা যাবে না, দেখা যাবে আস্ত একটা নতুন ছবি।

তিন মাস আগে ঠিক যেমন ভাবে দর্শকরা দেখেছিলেন সুজয় ঘোষের ‘অহল্যা’, ঠিক সেই ভাবেই ইউ টিউবের মাধ্যমে হই হই করে আসতে চলেছে আর এক ‘শর্ট ফিল্ম’। তবে বাংলায়। শ্যুটিং শুরু আগামীকাল থেকে। ছবির গল্পের পটভূমিতে থাকছে উত্তর কলকাতার সাবেক মেজাজ, থাকছে লাহাবাড়ি থেকে কুমারটুলির ঝলক। সব মিলিয়ে ছবি জুড়ে জমজমাট পুজোর আমেজ।

ছবির নাম ‘দেবী’। পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী। অভিনয় করছেন অনন্যা চট্টোপাধ্যায়, মোনালি ঠাকুর, অর্জুন চক্রবর্তী, কৌশিক বন্দ্যোপাধ্যায় প্রমুখ। ছবির দৈর্ঘ্য আট মিনিট।

অনিরুদ্ধ হঠাৎ কেন মেতে উঠলেন ছোট ছবি করতে। এবং সেটাও ইউটিউবের জন্য? ‘‘আমরা পরিচালকেরা সব সময় নানা মাধ্যম খুঁজতে থাকি ছবি করার। শর্ট ফিল্ম, সিরিয়াল, ফিচার ছবি, এ ভাবেই এগোয় আমাদের ছবি করার ধারাবাহিকতা। সেই সঙ্গে বিজ্ঞাপনী ছবি তো আছেই। ইউটিউবে ছবি করা আসলে একটা নতুন মাধ্যমেরই খোঁজ। যে খোঁজটা আমি অনেক দিন ধরেই করছিলাম।’’ বলছেন অনিরুদ্ধ।

কিন্তু আট মিনিটের ছবি করে কি ফিচার ছবির আনন্দ পাওয়া যায়? অনিরুদ্ধ বলছেন, ‘‘বিজ্ঞাপনী ছবি করি তিরিশ-চল্লিশ সেকেন্ডের মেয়াদে। সেখানেও একটা গল্প বলা হয়। এবং অ্যাড ফিল্ম করিয়েরা সে কাজ করে তৃপ্তিও পান। আর আট মিনিটের ছবি তো অনেক বেশি সময়। এ ছবি করে তো আনন্দ পাবই। অ্যাড ফিল্ম করার অভিজ্ঞতা আছে বলেই এই ধরনের কম সময়ের কাজ করতে ভাল লাগবে।’’

ইমামি গোষ্ঠীর পরিবেশনায় ‘পুজোর ছবি’ বিভাগের জন্য নির্মীয়মাণ এই ছবিতে পুজোর মেজাজের মধ্যেই থাকছে ফেলে আসা জীবনের দিকে ফিরে দেখার নস্টালজিয়া। উত্তর কলকাতার বসু চৌধুরী পরিবারের প্রেক্ষাপটে এক মা আর মেয়ের গল্প যারা কিনা পুজোর সময় আমেরিকা থেকে অনেক দিন পরে দেশে ফেরে। পুজো যেমন ভাবে আমাদের উজ্জীবিত করে তোলে, ঠিক সে ভাবেই পুজোর সময় দেশে ফেরা মা ও মেয়ের জীবনে নিয়ে আসে এক স্বচ্ছ, উচ্ছল দৃষ্টিভঙ্গি। চালচিত্রের সামনে দাঁড়িয়ে জীবনকে নতুন করে জানে তারা। আর এই সব দৃশ্য ক্যামেরাবন্দি করবেন সিনেমাটোগ্রাফার রঞ্জন পালিত। চিত্রনাট্য লিখেছেন শ্যামল সেনগুপ্ত।

এই প্রশ্নটা এসেই পড়ে ‘দেবী’ পরিচালনার আগে ‘অহল্যা’ কতটা অনুপ্রাণিত করেছে অনিরুদ্ধকে? তিনি বললেন, ‘‘অহল্যার’ ফরম্যাটটা আমাকে বিরাট ভাবে অনুপ্রাণিত করেছে। তবে দেশিবিদেশি বহু ছবিই এ ভাবে তৈরি হয়েছে এর আগে। সেগুলোও আমার কাছে খুব বড় প্রেরণা।’’ অন্য দিকে অনন্যা চট্টোপাধ্যায় খুবই উৎসাহিত নতুন এই মাধ্যমে ছবি করার ব্যাপারে। বললেন, ‘‘এখন তো ইউটিউবের ছবি একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। আর আমার চরিত্রটাও এই ছবিতে খুব ইন্টারেস্টিং। আগ্রহ নিয়ে কাজ করার অপেক্ষা করছি।’’ অনিরুদ্ধর ছবিতে গীতিকার শ্রীজাত। তাঁর লেখা গানে সুর দিচ্ছেন অনুপম রায়। তিনি বললেন, ‘‘এত দিন নিজের লেখা গানে সুর করেছি। এই প্রথম শ্রীজাতর লেখা গানে সুর দিচ্ছি। এটা আমার কাছে বেশ নতুনত্ব। আর একটা কথা, এই ছবির গানে সুর দিয়েছি মাত্র পনেরো মিনিটে টোনিদার (অনিরুদ্ধ) অফিসে বসে। এটাও একটা নতুন অভিজ্ঞতা।’’

অক্টোবরের প্রথম সপ্তাহে মা দুর্গা আসার অনেক আগেই অনলাইনে আপনার সামনে হাজির হবে অনিরুদ্ধের ‘দেবী’। জনপ্রিয়তায় নিরিখে এ ছবি ‘অহল্যা’র ভিউয়ারশিপকে ছাড়িয়ে যাবে কি না প্রশ্ন সেটাই।

শ্যুটিং শুরু আগামী কাল থেকে।

অন্য বিষয়গুলি:

Aniruddha roy chowdhury short film
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE