Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Saurav Das

জন্মদিনে সৌরভকে আদরে-চুম্বনে ভরিয়ে দিলেন অভিনেত্রী অনিন্দিতা

তাঁদের ওই ছবি নেটপাড়ায় রীতিমতো ভাইরাল। অনুরাগীরা লিখেছেন, ‘একসঙ্গে কী কিউট লাগছে তোমাদের।

একান্তে অনিন্দিতা-সৌরভ।

একান্তে অনিন্দিতা-সৌরভ।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২০ ১৮:৫৪
Share: Save:

রাখঢাক করেননি কোনওদিনই। প্রথম থেকেই স্বীকার করে নিয়েছেন সম্পর্কের কথা। অনিন্দিতা বসু এবং সৌরভ দাস, হালফিলে যাকে নেটিজেনরা ‘মন্টু পাইলট’ বলেই ডাকছে। আজ সৌরভের জন্মদিনে আদরে ভরিয়ে দিলেন অনিন্দিতা।

ইনস্টাগ্রামে লিপলকের ঘনিষ্ঠ ছবি শেয়ার করে অনিন্দিতা লেখেন, ‘ঈশ্বরকে অনেক ধন্যবাদ যে তুমি জন্মেছিলে। হ্যাপি বার্থডে বেবি। খুব ভালবাসি তোমায়।’

তাঁদের ওই ছবি নেটপাড়ায় রীতিমতো ভাইরাল। অনুরাগীরা লিখেছেন, ‘একসঙ্গে কী কিউট লাগছে তোমাদের।

প্রায় তিন বছর ধরে লিভ-ইন সম্পর্কে রয়েছেন অনিন্দিতা এবং সৌরভ। ‘বউ কথা কও’ ধারাবাহিক দেখে অনিন্দিতার প্রতি ক্রাশ তৈরি হয়েছিল সৌরভের। যদিও জানতেন না, একদিন পছন্দের মানুষকেই সঙ্গী হিসেবে পেতে চলেছেন। অনিন্দিতা আনন্দবাজারকে জানিয়েছিলেন, ‘‘সৌরভের কাজ খুব ভাল লেগেছিল ‘আই লাফ ইউ’-তে। দ্বিতীয় বিয়েটা ভাঙার কিছু দিন পরে হঠাৎই সৌরভের সঙ্গে সম্পর্কটা গড়ে ওঠে।’’

আরও পড়ুন- হ্যাঁ, সুশান্তই বয়ফ্রেন্ড! অবশেষে স্বীকার করেই নিলেন এই বাঙালি অভিনেত্রী

আরও পড়ুন-‘গৃহশিক্ষক অশালীন ভাবে ছোঁয়ার চেষ্টা করতেন’, দুঃসহ স্মৃতি শেয়ার করে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী

এর আগে অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় ও চিত্রনাট্যকার-পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়ের সঙ্গে বৈবাহিক সম্পর্ক ছিল অনিন্দিতার। কিন্তু দু’বারই বিচ্ছেদ-যন্ত্রণার শরিক হয়েছেন তিনি। একটা সময়ে ডিপ্রেশনেও চলে গিয়েছিলেন। তবে এ নিয়ে আফশোস নেই তাঁর। তিনি আপাতত মজে রয়েছেন সৌরভেই।

দেখুন অনিন্দিতার পোস্ট

Thank God you were born !! Happy Birthday Baby.... I love you to the Moon and back 😘 . . . @i_sauravdas

A post shared by Anindita Bose (@aninditaa_bose) on

First of many... 🙃 #Repost @ruchirarun : 📸 • • • • • • Anindita! #filmshoot #film #actor #setlife #girlincafe

A post shared by Anindita Bose (@aninditaa_bose) on

অন্য বিষয়গুলি:

Saurav Das Anindita Bose Tollywood সৌরভ দাস অনিন্দিতা বসু Birthday
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy