অক্ষয় কুমারের কোনও বিকল্প হয় না। খানিকটা আপ্তবাক্যের মতো এই কথাটি উচ্চারণ করেছেন ‘ওয়েলকাম ব্যাক’-এর পরিচালক আনিস বাজমি। ২০০৭-এ আনিস ‘ওয়েলকাম’-এ অক্ষয় কুমার, নানা পটেকর, অনিল কপূর, পরেশ রাওয়াল, ক্যাটরিনা কইফ, ফিরোজ খান-কে নিয়ে যে টিম নামিয়েছিলেন, সিকোয়েল ‘ওয়েলকাম ব্যাক’-এ সেটা থাকছে না। এ বারের পর্বে বাদ গিয়েছেন স্বয়ং অক্ষয়। তাঁর বদলে এসেছেন জন আব্রাহাম। তাই সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে আনিস জানিয়েছেন, অক্ষয়ের কোনও বিকল্প হয় না। তিনি একজন ‘কমপ্লিট হিরো’। রোম্যান্স, কমেডি, ড্রামা— সব কিছুতেই অক্ষয় সমান সাবলীল।
সিকোয়েলে তিনি একেবারেই নতুন একটা গল্পকাঠামোকে অনুসরণ করছেন। সেখানে অক্ষয়ের ভূমিকাটি একেবারেই যায় না। তাই জনের অবতারণা। অন্যথায়, অক্ষয় তাঁর ভাল বন্ধু। তাঁদের আন্ডারস্ট্যান্ডিংও চমৎকার। ফলে ভুল বোঝাবুঝির কোনও জায়গাই নেই। ‘ওয়েলকাম ব্যাক’-এ জন ছাড়াও রয়েছেন নাসিরুদ্দিন শাহ, শ্রুতি হাসান, শাইনি আহুজা এবং ডিম্পল কাপাডিয়া। ‘ওয়েলকাম ব্যাক’ রিলিজ করতে চলেছে ৪ সেপ্টেম্বর।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy