কেবিসি ৯-এর সেটে অমিতাভের রিহার্সাল। ছবি: অমিতাভ বচ্চনের টুইটার পেজের সৌজন্যে।
‘কৌন বনেগা ক্রোড়পতি ৯’ শুরুর তোড়জোড়। জনপ্রিয় এই রিয়ালিটি শো-এর সঞ্চালক হিসেবে এ বারও দেখা যাবে অমিতাভ বচ্চনকে। মাঝে তাঁর জায়গায় পুত্রবধূ ঐশ্বর্যা রাইয়ের কাজের কথা থাকলেও, সে সব জল্পনায় জল ঢেলে নিজের টুইটারে রিহার্সালের ছবি শেয়ার করেছেন বিগ বি। আর এ বারের কেবিসি আরও বড়, আরও জমকালো এবং খেলায় বেশ কিছু নতুন নিয়ম থাকবে বলে জানিয়েছেন অমিতাভ।
আরও পড়ুন, দীপিকা ও অনিশাকে লেখা প্রকাশ পাড়ুকোনের চিঠি ইংরেজি বইয়ের পাঠক্রমে
কী কী নতুন হচ্ছে কেবিসি ৯-এ?
সূত্রের খবর, খেলার নিয়ম আগের আট বারের মতোই থাকছে। তবে খেলার নিয়মের মধ্যেই এ বার বেশ কিছু প্রযুক্তিগত বদল আনা হয়েছে।
‘ফোন-ও-ফ্রেন্ড’ থাকবে না
এ বারের খেলায় ফোন করে বন্ধুর সাহায্য নেওয়া যাবে না। তবে ভিডিও কলের মাধ্যমে বন্ধুর সঙ্গে কথা বলা যাবে। প্রতিযোগীর বন্ধু স্ক্রিনে বিগ বি-কে সরাসরি দেখতেও পাবেন আর বন্ধুকে সাহায্যও করতে পারবেন।
আরও পড়ুন, সঞ্জয় দত্তকে এ কী বললেন রণবীর!
থাকবে না ‘এক্সপার্ট অ্যাডভাইস’
ইন্ডিয়ান এক্সপ্রেস-এর খবর অনুযায়ী, এ বার নাকি বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া যাবে না। তার বদলে থাকবে নতুন লাইফলাইন ‘জোড়িদার’। এক জন বিশ্বস্ত বন্ধুকে সেটে নিয়ে এসে খেলতে পারবেন প্রতিযোগীরা। তবে সেই বন্ধু দর্শকাসনে বসে সাহায্য করতে পারবেন।
কেবিসি হবে আরও দ্রুত ! !!
T 2510 - Just back from work ! and a day filled with reliving 17 years of KBC and my term with it .. 17 years !! goodness that is a lifetime pic.twitter.com/E5qlqSqVYB
— Amitabh Bachchan (@SrBachchan) August 8, 2017
কেবিসি হবে আরও দ্রুত
প্রযোজকরা পরিকল্পনা করেছেন, এক ঘণ্টায় এ বার প্রতিযোগীদের আরও বেশি প্রশ্নের উত্তর দিতে হবে। এতে অনুষ্ঠান আরও দ্রুত হবে।
বাড়বে প্রাইজমানি, তবে শর্তাবলি রয়েছে
ক্রোড়পতি হওয়ার পর প্রতি প্রতিযোগীকে আরও সাত কোটি টাকা জেতার জন্য একটি জ্যাকপট প্রশ্ন করা হবে। প্রতিযোগীর সেই প্রশ্নের উত্তর দেওয়া বাঞ্ছনীয় এবং এ ক্ষেত্রে তিনি কোনও লাইফলাইন নিতে পারবেন না। ভুল উত্তর দিলে প্রথমে জেতা কোটি টাকা থেকে অনেকটা পরিমাণ কেটে নেওয়া হবে। এটি একেবারেই প্রতিযোগীর ঝুঁকি নেওয়ার ক্ষমতা রয়েছে কি না তার উপর নির্ভর করবে।
!! प्रार्थना की शुद्धता ! ।। की शुद्धता
T 2509 - KBC on !! 2 back to back rehearsals .. and then to another studio for प्रार्थना की शुद्धता ! just back ।। and now Ef की शुद्धता pic.twitter.com/5cd8XR7sOq
— Amitabh Bachchan (@SrBachchan) August 7, 2017
আগামী মাসের মাঝামাঝি সময় থেকেই হয়তো শুরু হবে কেবিসি ৯। আপনি তৈরি তো?
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy