সম্প্রতি তাঁর ‘ভুল ভুলাইয়া ৩’ ছবির ‘আমি যে তোমার’ গানটির জন্য প্রশংসা পেয়েছেন সুরকার অমাল মালিক। গায়ক ভাই আরমান মালিকের সঙ্গে জুটি বেঁধে একাধিক হিট গান রয়েছে তাঁর। কেরিয়ারে সফল গানের সংখ্যা নিতান্ত কম নয়। এত কিছুর পরেও মানসিক শান্তি নেই অমালের। বৃহস্পতিবার গায়ক নিজেই জানান, অবসাদে ভুগছেন তিনি। তার জন্য দায়ী বাবা ডাবু মালিক ও মা জ্যোতি মালিক। সঙ্গীত পরিবারের ছেলে অমাল। তাঁর কাকা অনু মালিক এক সময় বলিউডে একের পর এক ছবিতে কাজ করেছেন। পরিবারের সেই ধারা বজায় রেখেছেন অমাল। কিন্তু বাবা-মা নাকি তাঁর জীবনটা বিষিয়ে দিয়েছেন। এমনকি, ভাই আরমানের সঙ্গে সম্পর্কে দূরত্ব এসেছে মা-বাবার কারণেই। এমন গুরুতর অভিযোগের ভিত্তিতে কী বললেন অমালের মা?
আরও পড়ুন:
এমনিতেই নিত্য দিন মানসিক স্বাস্থ্যের উপর জোর দেওয়ার কথা হচ্ছে সমাজমাধ্যমে। নানা সচেতনতামূলক পোস্টের দেখা মেলে। বলিউডের প্রথম সারির তারকা দীপিকা পাড়ুকোন থেকে ক্যাটরিনা কইফ কিংবা আলিয়া ভট্ট সকলেই বার বার জোর দিয়েছেন মানসিক স্বাস্থ্যের দিকে। তখনই ফের আরও এক তারকার অবসাদের কথা প্রকাশ্যে।
সরাসরি বাবা-মাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে লেখেন, “আমার অভিভাবকদের কার্যকলাপের কারণেই আমরা দুই ভাই পরস্পরের থেকে আলাদা হয়ে গিয়েছি। গত কয়েক বছরে ওঁরা আমার ভাল থাকাকে বিপর্যস্ত করার চেষ্টা করছেন, আমার সমস্ত সম্পর্ক, বন্ধুত্ব, আমার চিন্তাভাবনা, আমার আত্মবিশ্বাসকে খাটো করে দেখাতে চেষ্টা করছেন। সারা ক্ষণ খোঁটা দিয়েছেন। আজ আমি যেখানে এসে পৌঁছেছি, তার পর আমার যন্ত্রণার কথা না বলে আর চুপ করে থাকতে পারছি না। আমার দিনরাত এক করে অন্যের জীবনের নিরাপত্তার কথা ভেবেছি, তবু বলা হয়েছে আমি কিছুই পারি না। আমার রক্ত, ঘাম, কান্নার বিনিময়ে গত এক দশকে তৈরি হয়েছে ১২৬টি গান।’’
এ সবের মাঝে সংবাদমাধ্যমে অমালের মা বলেন, ‘‘এ সব বিষয় সংবাদমাধ্যমে না নিয়ে আসাই উচিত ছিল। তবে ও যা বলেছে বলুক। আমি দুঃখিত যা হয়েছে তার জন্য।’’ যদিও শুক্রবার সমাজমাধ্যমে ফের একটি পোস্ট করে অমাল লেখেন, ‘‘আমাকে এত ভালবাসা আর সমর্থন জানানোর জন্য ধন্যবাদ। বুঝতেই পারিনি আমার পাশে এত মানুষকে পাব। খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আপনারা পাশে থাকলেই এই সময় পার করে এগিয়ে যেতে পারব।” এর পরেই তিনি আরমানের সঙ্গে সুসম্পর্কের কথা লেখেন। মা-বাবাকে কাঠগড়ায় না তোলারও অনুরোধ জানান অমাল।