‘দাদি’র বেশে আলি।
দাদিকে মনে আছে আপনার? ‘কমেডি নাইটস উইথ কপিল’ বা ‘দ্য কপিল শর্মা শো’-এর দাদি? ঠিকই ধরেছেন। সেই ‘দাদি’ অর্থাত্ অভিনেতা আলি আসগর। প্রায় দু’দশক সিনে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন আলি। সেই তাঁকেই নাকি একবার শ্লীলতাহানির শিকার হতে হয়েছিল। সম্প্রতি কেরিয়ারের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন তিনি।
না! আলিকে শ্লীলতাহানির শিকার হতে হয়নি। বরং বলা ভাল, শ্লীলতাহানি হয়েছিল ‘দাদি’র। অর্থাত্ আলি তখন ‘দাদি’র কস্টিউমে ছিলেন। দিল্লিতে একটি বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে জনা কয়েক মদ্যপের হাতে হেনস্থা হতে হয়েছিল আলিকে।
আলি সাংবাদিকদের বলেন, “এ ধরনের শো-এ আমি অ্যাঙ্করকে আমার নাম বলতে বারণ করি। দাদি হিসেবে সোজা মঞ্চে উঠে পড়ি। সে দিন দিল্লির ওই অনুষ্ঠানে ঢুকেই বুঝেছিলাম বেশিরভাগ মদ্যপ। ওরা আমার বুকে হাত দিয়েছিল। শরীরের নানা জায়গায় বাজে ভাবে হাত দিয়েছিল। আমার শ্লীলতাহানি হয়েছিল। আমার টিমে একজন মহিলা ছিলেন। ও আমাকে বাঁচায়। না হলে সে দিন বেরিয়ে আসতে পারতাম না।”
অভিনেতা আলি আসগর।
এই ভয়ঙ্কর ঘটনার কথা প্রকাশ্যে আসার পরই আলোচনা শুরু হয়েছে সিনে মহলে। আলির প্রশ্ন, বিকৃত রুচির মানুষ একজন বৃদ্ধাকেও ছাড়ে না। সে দিনের পর দাদির কস্টিউমে ওই ধরনের অনুষ্ঠানে পারফর্ম করতে রীতিমতো আতঙ্কিত বোধ করতেন বলে জানিয়েছেন আলি।
আরও পড়ুন, কালিকাপ্রসাদ ফিরছেন ‘রসগোল্লা’র হাত ধরে
(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের সমস্ত গসিপ পড়তে চোখ রাখুন আমাদের বিনোদন বিভাগে।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy