সিনে-জগতে কাজ করলেও বড় পর্দায় এখনও আত্মপ্রকাশ করেননি সঞ্জয় কপূরের কন্যা শানায়া কপূর। তবে খুব তাড়াতাড়ি অভিনেত্রী হিসেবে তাঁকে দেখা যাবে। ইতিমধ্যেই সমাজমাধ্যমে তাঁর অনুরাগীর তৈরি হয়েছে। সেই সংখ্যাও নেহাত কম নয়।অভিনেত্রীর ইনস্টাগ্রাম পোস্ট বলছে এখন তিনি গোয়ায়। অভয় বর্মার সঙ্গে আসন্ন ছবির শুটিংয়ে ব্যস্ত শানায়া। গোয়ায় শুটিংয়ের ফাঁকে খাওয়া, ঘোরা, অলস সময় যাপনের বিভিন্ন ছবি তিনি সমাজমাধ্যমের পাতায় ভাগ করে নিচ্ছেন। তাতেই ফুটে উঠেছে গোয়ার রূপ। তাঁর অলস সময়ের দিনলিপি। পড়ন্ত বিকেলে সাগরের সৌন্দর্য, নারকেল গাছের সারি, গোয়ান খাবার— এমন অনেক কিছুই যে তিনি উপভোগ করছেন, তা স্পষ্ট বোঝা যাচ্ছে। শানায়া তাঁর ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘‘জীবন নিজের হিসেবেও চলে, সব সময় নিখুঁত পরিকল্পনার দরকার হয় না।’’

গোয়ায় ছবি ভাগ করে নিয়েছেন শানায়া। ছবি: ইনস্টাগ্রাম।
গোয়া তো বেড়ানোর জন্যই যাবেন। তবে ঘুরে-বেড়ানোর পাশাপাশি আর কী ভাবে উপভোগ করবেন গোয়ার সৌন্দর্য?
চাপোরা ফোর্ট থেকে সূর্যাস্ত

গোয়ার চাপোরা দুর্গ। ছবি: সংগৃহীত।
গোয়ার বিভিন্ন প্রান্ত থেকেই সূর্যাস্তের দৃশ্য মনোরম। সেই তালিকায় যেমন ডোনা পাওলা ভিউ পয়েন্ট আছে তেমনই আছে চাপোরা ফোর্ট। মনে পড়ে ‘দিল চাহতা হ্যায়’ ছবির দৃশ্যগুলি? সাগরের পাশে ভাঙা কেল্লা। সেখানেই শুটিং হয়েছিল এই ছবির কয়েকটি দৃশ্যের। উত্তর গোয়ার বার্দেজ়ে আরব সাগরের তীরে আদিল শাহি রাজত্বের সাক্ষ্য বহন করে চলেছে চাপোরা দুর্গ। পাহাড়ের মাথায় তার অবস্থান। পড়ন্ত বিকেলে অস্তগামী সূর্যে রক্তিম আভায় রঙিন হয়ে ওঠা আকাশ, সাগরের রূপ দর্শনে যাওয়া যায় সেখানে।
সৈকতে কেনাকাটা: কোনও শহরকে চিনতে হলে, সংস্কৃতি জানতে হলে তার বাজার, দোকানপাটে কিন্তু ঘুরতেই হয়। উত্তর থেকে দক্ষিণ গোয়ায় যেমন অজস্র সৈকত আছে, তেমনই রয়েছে বাজারও। পোশাক থেকে গয়না, ঝিনুকের ঘর সাজানোর সরঞ্জাম মেলে সেখানে। বে়ড়াতে গিয়ে কিছুটা সময় দোকান ঘোরা, কেনাকাটার জন্যও রাখতে পারেন।
ঘুরে নিতে পারেন ফঁতেনিয়াস: পানাজিতে রয়েছে প্রাচীন লাতিন আবাস, যা ফঁতেনিয়াস নামে পরিচিত। মূলত পর্তুগিজরাই এই বাড়িগুলি তৈরি করেছিলেন। তাঁরা এক সময় সেখানে সপরিবার বসবাস করতেন। ইউরোপের বহু প্রাচীন শহরের সঙ্গে অলিগলি সমৃদ্ধ ফঁতেনিয়াসের মিল রয়েছে। এখানে রয়েছে বিভিন্ন ক্যাফে। ঘুরে দেখা যায় পর্তুগিজদের পুরনো বাড়ি। চেখে দেখতে পারেন পর্তুগিজ খাবারও।
গোয়ান খাবার: গোয়ায় এসে গোয়ান খাবার না চাখলে কি চলে? সামুদ্রিক খাবার এখানে বেশ জনপ্রিয়। রকমারি মাছ মেলে এখানে। সুজি দিয়ে ভাজা মাছের পদ, প্রন কিসমুর, ক্র্যাব জ়েক জ়েক, ফিশ রিচেডোর মতো খাবারগুলি চেখে দেখুন।
ক্রুজ়: মান্ডবী নদীতে পড়ন্ত বিকেলে ক্রুজ়ে ভেসে পড়তে চাইলে যেতে হবে দক্ষিণ গোয়া। নাচ, গান, পানীয়, গোয়ান খাবার, বিলাসের যাবতীয় ব্যবস্থা থাকে ক্রুজ়ে।