বাবার মতো থ্রি-ডি গ্লাস পরেছে আব্রাম। ছবি: টুইটারের সৌজন্যে।
বয়স মাত্র তিন। কিন্তু তাতে কী? এর মধ্যেই বাবা অর্থাত্ শাহরুখ খানের ছবি ‘রইস’-এর প্রোমোশন করছে ছোট্ট আব্রাম। কী ভাবে? বাবার মতো থ্রি-ডি গ্লাস পরে নাকি বলছে, বিখ্যাত ডায়লগ ‘ব্যাটারি নাহি বোল নে কা।’ বাপ-ব্যাটার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন খোদ শাহরুখ খান।
আরও পড়ুন, একসঙ্গে বেড়াতে গেলেন রাজ-শুভশ্রী?
শোনা যাচ্ছে এই ছবির প্রচারে আগামী সোমবার মুম্বই থেকে দিল্লি পর্যন্ত ট্রেনে সফর করবেন বলি বাদশা। প্রযোজক রীতেশ সিদ্ধবাণীর কথায় ‘‘আমাদের সকলেরই ট্রেনে চড়তে ভাল লাগে। অনেকদিন ট্রেনে চড়া হয়নি। এই ট্রেন সফর নিয়ে আমরা সকলে উত্তেজিত।’’ সোমবার অগস্ত ক্রান্তি রাজধানী এক্সপ্রেসে শাহরুখের সঙ্গে ছবির অন্যান্য কলাকুশলীরাও থাকবেন। ট্রেনটি আন্ধেরি বরিভালি সুরাত ভদোদরা কোটা মথুরা সহ কয়েকটি জায়গায় থামবে। আগামী বুধবার মুক্তি পেতে চলেছে রাহুল ঢোলাকিয়া পরিচালিত ‘রইস’। এই প্রথম শাহরুখমাহিরা ম্যাজিক পর্দায় দেখবেন দর্শক। …
And if the glasses r 3D then I guess Battery bol lo…Alas Raees is in 2D but the story is multidimensional. pic.twitter.com/8AynmTUQWF
— Shah Rukh Khan (@iamsrk) January 21, 2017
শোনা যাচ্ছে এই ছবির প্রচারে আগামী সোমবার মুম্বই থেকে দিল্লি পর্যন্ত ট্রেনে সফর করবেন বলি বাদশা। প্রযোজক রীতেশ সিদ্ধবাণীর কথায় ‘‘আমাদের সকলেরই ট্রেনে চড়তে ভাল লাগে। অনেকদিন ট্রেনে চড়া হয়নি। এই ট্রেন সফর নিয়ে আমরা সকলে উত্তেজিত।’’ সোমবার অগস্ত ক্রান্তি রাজধানী এক্সপ্রেসে শাহরুখের সঙ্গে ছবির অন্যান্য কলাকুশলীরাও থাকবেন। ট্রেনটি আন্ধেরি বরিভালি সুরাত ভদোদরা কোটা মথুরা সহ কয়েকটি জায়গায় থামবে। আগামী বুধবার মুক্তি পেতে চলেছে রাহুল ঢোলাকিয়া পরিচালিত ‘রইস’। এই প্রথম শাহরুখমাহিরা ম্যাজিক পর্দায় দেখবেন দর্শক।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy