ঐশ্বর্যা রাই বচ্চন ও অভিষেক বচ্চন। ছবি: সংগৃহীত।
বেশ কিছু দিন ধরেই ঐশ্বর্যা রাই বচ্চন ও অভিষেক বচ্চনের বিবাহবিচ্ছেদ নিয়ে জল্পনা চলছে। বিশেষ করে, অনন্ত অম্বানী ও রাধিকা মার্চেন্টের বিয়েতে দম্পতি একসঙ্গে প্রবেশ না করায় এই জল্পনা আরও ঘনীভূত হয়েছে। এর মধ্যেই ঐশ্বর্যা সম্পর্কে অভিষেকের পুরনো একটি মন্তব্য চর্চায় উঠে এসেছে।
ঐশ্বর্যার ছবি ‘পোন্নিয়িন সেলভান ২’ দেখে একটি টুইট করেছিলেন অভিষেক। তিনি লিখেছিলেন, “অসাধারণ ছবি। আমি ভাষা খুঁজে পাচ্ছি না। খুব ভাল লাগছে। ছবির কলাকুশলীদের অনেক অভিনন্দন। আমার অর্ধাঙ্গিনীর জন্যও গর্ববোধ হচ্ছে। এখনও পর্যন্ত এটাই তাঁর সেরা ছবি।”
অভিষেকের এই পোস্টে এক নেটাগরিক মন্তব্য করেছিলেন যে, ঐশ্বর্যাকে আরও বেশি করে ছবিতে অভিনয় করতে দেওয়া উচিত। মন্তব্যটি ছিল, “ঐশ্বর্যাকে আরও বেশি করে ছবিতে কাজ করতে দিন আর এ বার থেকে আরাধ্যার খেয়াল আপনি রাখুন।” এর উত্তরে অভিষেক বলেছিলেন, “আমি ওঁকে ছবিতে কাজ করতে দেওয়ার কে? কোনও কিছুর জন্যই ওঁর আমার কাছ থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই।” অভিষেকের উত্তর সেই সময়ে মনে ধরেছিল নেটাগরিকের।
উল্লেখ্য, সমাজমাধ্যমে ঐশ্বর্যা ও অভিষেকের সম্পর্ক নিয়ে নানা পোস্ট ঘুরছে। এরই মধ্যে হিনা খন্ডেলওয়াল নামে এক মহিলা সমাজমাধ্যমে ভারতীয় দম্পতিদের মধ্যে বিচ্ছেদের প্রবণতা কী ভাবে বাড়ছে, তা নিয়ে একটি পোস্ট করেন। সেই পোস্টটি লাইক করেছেন স্বয়ং অভিষেক। তা হলে কি সত্যিই বিচ্ছেদের খবরে সিলমোহর দিলেন অভিষেক? নেটাগরিকেরা এখন সেই জল্পনায় ব্যস্ত।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy