Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Gangaram

এই প্রথম প্রেমকে এত সাহসী ভঙ্গিতে সামনে আনলেন অভিষেক আর দিয়া

এই প্রথম রিয়েল প্রেমকে এত সাহসী ভঙ্গিতে সামনে আনলেন তাঁরা। তাঁদের প্রেমের উষ্ণতায় অনুরাগীরাও সেঁকে নিলেন নিজেদের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জুটি।

অভিষেক আর দিয়া।—ইনস্টাগ্রাম

অভিষেক আর দিয়া।—ইনস্টাগ্রাম

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২০ ২০:১৮
Share: Save:

এত দিনে ঠিকঠাক কাজ করল ‘গঙ্গারাম’। মোদক বাড়ির আধুনিকা ‘শ্রীতমা’কে বশ মানাতে পারল!

ভাবছেন, নতুন বছরের নতুন কোনও ধারাবাহিকের প্রোমো এটা? এক্কেবারেই তা নয়। বরং, পুরোটাই বড়দিন স্পেশ্যাল। উৎসবের দিনে একদম ওয়েস্টার্ন আঙ্গিকে পুরনো প্রেম নতুন করে ঝালিয়ে নিলেন ‘গঙ্গারাম’ ওরফে অভিষেক বসু ও ‘শ্রীতমা’ ওরফে দিয়া মুখোপাধ্যায়। এই প্রথম রিয়েল প্রেমকে এত সাহসী ভঙ্গিতে সামনে আনলেন তাঁরা। তাঁদের প্রেমের উষ্ণতায় অনুরাগীরাও সেঁকে নিলেন নিজেদের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জুটি।

অভিষেক আর দিয়ার প্রেম অনেক দিনের। আড্ডা, আউটিং, পুজোয় যুগল মূর্তি দেখা গিয়েছে বহুবার। ২০২০-র শেষে সেই যুগলই আরও দুরন্ত। দিয়া চোখ ধাঁধানো লাল শর্ট ড্রেসে। মাথায় সান্তা টুপি। অভিষেক প্রেমিকার শরীরী তাপে পতঙ্গের মতোই পুড়েছেন। সাদা-কালোর চওড়া স্ট্রাইপের সোয়েট শার্টের হাতা ভেদ করে উঁকিঝুঁকি উল্কির। ঠাঁই দিয়েছেন নিজের কোলে। যেন পরম যত্নে আগলাচ্ছেন পরশপাথর। যে পাথরের ছোঁয়ায় অভিষেকের প্রতিটি দিন সোনাঝুরি!

আরও পড়ুন : বড়দিনে রবীন্দ্রনাথের গানে মিমি লিখলেন তাঁর নতুন প্রেমকাব্য

View this post on Instagram

A post shared by Abhishek Bose (@abhishek24bose)

তা বলে এও ভাববেন না, শুধুই প্রেমে মত্ত অভিনেতা যুগল। কাজের দিক থেকেও দু’জনেই বেজায় ব্যস্ত।

‘নেতাজি’ ধারাবাহিক শেষ হওয়ার পর বেশ কিছু দিন অবসর কাটিয়ে বছরশেষে ছোট পর্দায় অভিষেক ফিরছেন স্টার জলসার ‘গঙ্গারাম’ ধারাবাহিকে। মেগায় তিনিই মুখ্য ভূমিকায়। মনীষীর পর এ বার তিনি মাটির মানুষ। অনেক মিল রয়েছে গঙ্গারাম আর অভিষেক বসুর মধ্যে। গঙ্গারামের মতোই ভাল গাইতে পারেন ছোট পর্দার ‘নেতাজি’। রীতিমতো তালিম নিয়েছেন শাস্ত্রীয় সঙ্গীতে। এখন যেমন তালিম নিচ্ছেন সানাইয়ের, গঙ্গারামের সঙ্গে পাল্লা দিতে।

আরও পড়ুন : পাশে কৌশানি! তবু ক্রিসমাসে মনখারাপ বনির?

অন্য বিষয়গুলি:

Gangaram Diya Mukherjee Abhishek Bose
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy