ফতিমা এবং কিরণের সঙ্গে আমির
আমির খান ও কিরণ রাওয়ের বিচ্ছেদের কারণ সন্ধানে ব্যস্ত হয়ে পড়েছেন নেটাগরিকরা। একটি বিবৃতি জারি করে তারকা দম্পতি তাঁদের বিচ্ছেদের সিদ্ধান্ত জানিয়েছেন দেশবাসীকে। কিন্তু তাতে কারণ লেখা না থাকায় অস্বস্তিতে নেটাগরিকরা। টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক জুড়ে শুধু কয়েকটি নাম ঘোরাফেরা করছে। সেগুলি হল-- অভিনেতা আমির খান, পরিচালক কিরণ রাও এবং অভিনেত্রী ফতিমা সানা শেখ।
‘দঙ্গল’ ছবিতে অভিনয় করার পর থেকেই ফতিমাকে নিয়ে আমির খানের সম্পর্কের গুজব শোনা গিয়েছিল বলি পাড়ায়। ‘দঙ্গল’ ছাড়াও ‘ঠগস অব হিন্দুস্তান’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন দুই তারকা। আমির এই বিষয়ে কখনও মুখ খোলেননি। কিন্তু এই নিয়ে কথা বলেছিলেন ‘দঙ্গল’, ‘লুডো’ খ্যাত অভিনেত্রী। একটি সাক্ষাৎকারে ফতিমা বলেছিলেন, ‘‘মানুষ ভুয়ো তথ্যকে নিয়ে নিজেদের মতো গল্প বানিয়ে নিচ্ছে দেখে অত্যন্ত বিরক্ত আমি।" অভিনেত্রী জানিয়েছিলেন, তিনি চান, তাঁকে এসে সকলে জিজ্ঞেস করুক, নয়তো তাঁকে ‘খারাপ মানুষ’ ভেবে নিয়ে উল্টোপাল্টা লিখতে শুরু করে দিচ্ছে অচেনা লোকজন।
Congratulations in advance aamir and Fatima Sana Shaikh.
— Anshu Biswas (@AnshuBiswas3) July 3, 2021
Hope it will last a long time #AamirKhan pic.twitter.com/7KYRxiK8Bl
Meanwhile aamir khan to fatima
— Rushikesh Pawar (@rrrssstttuuu) July 3, 2021
😂🤣😂 pic.twitter.com/LP4z5PYhRg
টুইটারে নেটাগরিকরা মিম বানানো শুরু করে দিয়েছেন বিচ্ছেদের খবর পাওয়ার ঘণ্টা কয়েকের মধ্যে। কেউ একেবারে শুভেচ্ছা জানিয়ে দিচ্ছেন আমির ও ফতিমাকে। যেন তাঁরা বিয়ে করতে চলেছেন। কেউ লিখছেন, ‘এ বারে কে? ছাগল নাকি ফতিমা?’
Wtf 😂😐 Fatima started trending after the announcement of #Aamir
— ᴍᴀᴇꜱᴛʀᴏ ᴋʜɪʟᴀᴅɪ (@MaeStro_Khiladi) July 3, 2021
Khan and #KiranRao's divorce. pic.twitter.com/kieBvahWhR
Congrats to ira for new mummy fatima sana saikh
— Hustler (@raksh__it) July 3, 2021
Power of young pussy,achhe achhe papi ho gaye ..😡#AamirKhan #FatimaSanaShaikh #divorce pic.twitter.com/83uJICWVAy
আমির খানের প্রতি যাঁর যত ক্ষোভ ছিল, সব মিম ও ঠাট্টার মধ্যে দিয়ে প্রকাশ করছেন নেটাগরিকরা। ‘সত্যমেব জয়তে’ রিয়েলিটি শো নিয়েও আক্রান্ত হচ্ছেন আমির খান। নেটাগরিকদের মতে, ‘দঙ্গলের শ্যুটিং শুরু হওয়ার পর থেকেই এটা অবশ্যম্ভাবী ছিল। বোঝা যাচ্ছিল, আমির খানের পরবর্তী টার্গেট ফতিমা।’ আমির ও তাঁর প্রথম স্ত্রী রিনা দত্তের কন্যা ইরা খান ও ফতিমার ছবি পোস্ট করে বলা হচ্ছে, ‘ইরা, তোমার পরবর্তী মা।’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy