সাংবাদিক বৈঠকে রামকমল, সেলিনা এবং লিলেট।
একদিকে সেলিনা জেটলি। অন্যদিকে লিলেট দুবে। এই দুই অভিনেত্রী একসঙ্গে সামলেছেন যিনি, তাঁর নাম রামকমল মুখোপাধ্যায়। পরিচালক হিসেবে তাঁর দ্বিতীয় ছবি ‘আ ট্রিবিউট টু ঋতুপর্ণ ঘোষ: সিজনস গ্রিটিংস’। সেখানেই এই দুই অভিনেত্রীকে কাস্ট করেছেন তিনি। সদ্য শেষ হল এ ছবির শুটিং। এ ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন অরিত্র দাস এবং শৈলেন্দ্র কুমার।
লিলেট এবং সেলিনা দু’জনকেই নাকি দুবাইতে রাজি করিয়েছিলেন রামকমল। পরিচালকের কথায়, ‘‘আমার মনে হয় এটা প্রথম এমন একটা শর্ট ফিল্ম যার কাস্ট বলিউডে নয়, ফাইনাল হয়েছিল দুবাইতে। আমার প্রথম ছবি কেকওয়াকের প্রোমোশনে দুবাইতে গিয়ে লিলেট ম্যামের সঙ্গে দেখা হয়েছিল। ওখানেই স্ত্রিপ্ট শুনিয়েছিলাম। ভেবেছিলাম উনি রাজি হবেন না। কিন্তু খুব আনন্দের সঙ্গেই রাজি হয়েছিলেন। সে সময়ই সেলিনার সঙ্গেও দেখা হয়। ও একবারেই রাজি হয়ে গিয়েছিল।’’
এই দুই অভিনেত্রীর সঙ্গেই ঋতুপর্ণ ঘোষের নাকি যোগাযোগ ছিল। সেলিনার কথায়, ‘‘২০১২-এ দুবাইতে থাকাকালীন ঋতুদা একটা প্রজেক্টের জন্য ডেকেছিলেন। কিন্তু সে সময় আমি সন্তানসম্ভবা। ওই প্রজেক্টটায় কাজ করা সম্ভব হয়নি। দুঃখজনক ভাবে পরে আর আমরা কাজ করতেই পারলাম না একসঙ্গে। ফলে রাম যখন এই প্রজেক্টটার কথা বলে আমি শুনেই রাজি হয়ে গিয়েছিলাম।’’
আরও পড়ুন, ‘নো পিকচারস’, রেগে গিয়ে চিত্কার করল আব্রাম!
লিলেট শেয়ার করলেন, ‘‘ঋতুপর্ণর সঙ্গে কয়েকবার দেখা হয়েছে আমার। কিন্তু কাজ করিনি। আমি অপর্ণা সেনের সঙ্গে কাজ করেছি। ও ঋতুপর্ণর খুব কাছের ছিল। রাম এমন একজন পরিচালক যে কী কী শট নেবে, সে বিষয়ে ওর ধারণা খুব পরিষ্কার।’’
(শাহরুখ, আমির, সলমান না অক্ষয়। কে করছেন বক্স অফিসে রাজ? দেখে নিন আমাদের বিনোদন বিভাগে।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy