ছবির প্রধান চার চরিত্র।
জয়-বীরুর গল্প তো আপনি বড়পর্দায় দেখেছেন। ‘শোলে’ দেখেননি, এমন সিনেপ্রেমীর সংখ্যা নেহাতই কম। ফিরছে জয়-বীরু। তবে প্রেক্ষাপট, গল্প, মাধ্যম সবই আলাদা। সৌজন্যে রাজ চক্রবর্তী নিবেদিত অরিজিত্ চক্রবর্তী পরিচালিত ‘চোরে চোরে মাসতুতো ভাই’। টিভিতে দেখতে পাবেন আগামী ২০ জানুয়ারি।
সোমবার দুপুরে দক্ষিণ কলকাতার এক হোটেলে হাজির ছিল গোটা টিম। জি বাংলা অরিজিনালসের ৫৬তম ছবি এটি। টিভিতে দেখানো হলেও ছবি তৈরির ক্ষেত্রে কোনও রকম কম্প্রোমাইজ করেন না বলে চ্যানেলের তরফে জানালেন সম্রাট ঘোষ।
নিজেই সিটি বাজিয়ে মঞ্চে উঠলেন রাজ চক্রবর্তী। ‘‘আমি টেলিভিশন থেকেই শুরু করেছিলাম। আর সিনেমার সঙ্গে সঙ্গে অন্য রকম কিছু করারও সুযোগ পাই এখানে। আমরা টেলিভিশন নাকি বড়পর্দা, কোথাকার জন্য বানাচ্ছি, ভাবিনি। আমরা ভাবতাম অডিয়েন্সের জন্য বানাচ্ছি। ভাল কনটেন্ট আর ফ্রেশনেস দরকার ছিল। প্রথম থেকেই এই ছবিগুলির জন্য সেটা চেষ্টা করেছি। এই ছবিতেও সেটা রয়েছে।’’
আরও পড়ুন, এই তো ছিলেন আমাদের সঙ্গে, গেলেন কোথায় ঋতুপর্ণ?
এ ছবির পরিচালক অরিজিত্ রাজের সঙ্গে সহকারী হিসেবে বহু দিন কাজ করেছেন। এটা তাঁর পরিচালক হিসেবে প্রথম ছবি। তবে অরিজিতের সার্টিফিকেট দিয়ে দিলেন রাজ স্বয়ং। মূল চরিত্রে রয়েছেন সৌরভ দাশ, সপ্তর্ষি মৌলিক, নেহা অমনদীপ এবং ঐন্দ্রিলা। দুই নায়িকাই টেলিভিশনের চেনা মুখ। বহু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তাঁরা। অন্য দিকে টেলিভিশন তো বটেই, সিনেমার আঙ্গিকেও সৌরভের অভিনয় প্রশংসিত। কিন্তু সপ্তর্ষি নতুন। নাটকের মঞ্চের চেনা মুখ এই প্রথম টেলিভিশনে অভিনয় করলেন।
আরও পড়ুন, ‘আর মাত্র ২০ মিনিট’,… তার পর?
কমেডির আধারে তৈরি ‘চোরে চোরে মাসতুতো ভাই’-এর ক্যামেরার দায়িত্ব সামলেছেন মানস গঙ্গোপাধ্যায়। অম্লানের সঙ্গীত পরিচালনায় গান গেয়েছেন সৌরভ। টিমের দাবি, এ ছবির মাধ্যমে বাড়ি বসে টিভিতে নতুন মজার ছবি দেখার অভিজ্ঞতা পাবেন দর্শক।
(মুভি ট্রেলার থেকে টাটকা মুভি রিভিউ - রুপোলি পর্দার সব খবর জানতে পড়ুন আমাদের বিনোদন বিভাগ।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy