Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Entertainment News

কন্নড় অভিনেতা রাজকুমারের সম্মানে গুগলের ডুডল

হলভর্তি দর্শক। আর সিলভার স্ক্রিনে এক ব্যক্তির হাসিমুখ— ঠিক এ ভাবেই সোমবার ডুডল সাজিয়েছে গুগল। কন্নড় অভিনেতা রাজকুমারকে সম্মান জানাতেই গুগলের এই আয়োজন। রাজকুমারের আজ ৮৮তম জন্মদিন।

এটাই আজ গুগলের ডুডল।

এটাই আজ গুগলের ডুডল।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০১৭ ১২:১৯
Share: Save:

হলভর্তি দর্শক। আর সিলভার স্ক্রিনে এক ব্যক্তির হাসিমুখ— ঠিক এ ভাবেই সোমবার ডুডল সাজিয়েছে গুগল। কন্নড় অভিনেতা রাজকুমারকে সম্মান জানাতেই গুগলের এই আয়োজন। রাজকুমারের আজ ৮৮তম জন্মদিন।

আরও পড়ুন, করিশ্মার প্রাক্তন স্বামীর রিসেপশনের ছবি ভাইরাল

১৯২৯ সালে জন্ম। পারিবারিক নাম ছিল অম্বরিশ সিঙ্গানালুরু পুট্টাসোয়ামায়া মুথুরাজু। তবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি রাজকুমার নামে পরিচিতি পান। ১৯৫৪ সালে ‘বেদেরা কানাপ্পা’ ছবিতে তাঁকে প্রথম দেখন দর্শক। এর পর আর ফিরে তাকাতে হয়নি। একের পর এক বক্স অফিস হিট উপহার দিয়েছেন ইন্ডাস্ট্রিকে। প্রায় ২২০টি ছবিতে অভিনয় করেছেন। পেয়েছেন পদ্মভূষণ, দাদা সাহেব ফালকের মতো সম্মান। তাঁর কেরিয়ারে ‘ময়ূরা’, ‘শঙ্করগুরু’, ‘আকাশমিকা’র মতো ছবিগুলি জায়গা করে নিয়েছে সিনেমার ইতিহাসে। ২০০০-এ ‘শব্দভেদী’ তাঁর শেষ ছবি।

শুধু অভিনয় নয় গায়ক হিসেবেও তাঁর খ্যাতি ছিল দেশজোড়া। প্রায় ৩০০টি গান গেয়েছেন রাজকুমার। ২০০৬এর ১২ এপ্রিল বেঙ্গালুরুতে প্রয়াত হন তিনি। ! 🎭 🎤 →

শুধু অভিনয় নয় গায়ক হিসেবেও তাঁর খ্যাতি ছিল দেশজোড়া। প্রায় ৩০০টি গান গেয়েছেন রাজকুমার। ২০০৬এর ১২ এপ্রিল বেঙ্গালুরুতে প্রয়াত হন তিনি।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE