‘কান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’— বিশ্ব জুড়ে সিনে জগত্ ও সিনেপ্রেমীদের এক মহোত্সব। বাত্সরিক এই অনুষ্ঠান আমন্ত্রণভিত্তিক। ডাক না পেলে সেখানে প্রবেশ নিষিদ্ধ। ১৯৪৬ সালে ফ্রান্সে শুরু হওয়া এই ফিল্মোত্সবে পৃথিবীর সব রকম ছবিরই ‘প্রিভিউ’ করা হয়। বাদ যায় না তথ্যচিত্রও। চলতি মাসের ১৩ তারিখ উত্সবের ৬৮তম বর্ষের সূচনা হবে ‘প্যালে দে ফেস্টিভ্যালস্ এ দে কংগ্রেস্’-এ। এ বছর ছ’টি বাংলা স্বল্প দৈর্ঘ্যের ছবি মনোনীত হয়েছে ‘কান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এ প্রদর্শনের জন্য। এক নজরে সেই ছবিগুলির কিছু তথ্য—
• পরিচালক অংশুমান চক্রবর্তীর ‘এই ট্যাক্সি’-র মূল চরিত্র এক মাঝ বয়সী মদ্যপ ট্যাক্সি চালক। শহর কলকাতার বুকে সেই চালককে ঘিরেই এগিয়ে গেছে রোমাঞ্চকর এই গল্প।
• অমর্ত্য ভট্টাচার্যর ‘হয়তো কবিতার জন্য’ ছবিতে মিশেছে স্যাটায়ার। সৃজনশীলতাকে এই ছবিতে নারীর রূপ দেওয়া হয়েছে। বর্তমান সমাজে মানুষের শৈল্পিক গুণের অবমাননা হচ্ছে প্রতি পদে। এই ছবিতে দেখানো হয়েছে সেটাই।
• স্বামী হারা এক রমণী, তার ন’বছরের সন্তান ও পোষা ছাগল ছানাকে নিয়ে তৈরি হয়েছে কঙ্কন ডেকার ‘সীতা’।
• দুই তরুণী মাঝে মধ্যেই এক কফি শপে গিয়ে খানিক সময় কাটায়। এক দিন তারা লক্ষ করল যে ওখানে যারাই খেতে আসে তারাই বাড়তি খাবার অর্ডার করে। কারণ কী?— কারণ জানিয়েছেন পরিচালক শান্তনু সিন্হা, তাঁর প্রথম ছবি ‘ওয়ান ফর দ্য ওয়াল’-এ।
• তালিকার পঞ্চম ছবি পরিচালক কৌস্তভ ভট্টাচার্যের ‘কিন্টসুকুরোই’। পরিচালকের প্রথম এই ছবিটি জাপানি এক শিল্পকলাকে কেন্দ্র করে এগিয়েছে গল্প।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy