‘লায়ার্স ডাইস’
প্রতিযোগিতায় ছিল ৩০টা ছবি। তার মধ্যে একটা ছবিকে ভারত থেকে পাঠানো হয়েছে অস্কারে। ছবিটির নাম ‘লায়ার্স ডাইস’। হিমাচল প্রদেশের একটি মেয়েকে নিয়ে ছবিটি তৈরি। সে চরিত্রে অভিনয় করেছেন গীতাঞ্জলি থাপা। সিকিমের মেয়ে গীতাঞ্জলি, অভিনয় করার আগে বেশ কিছু বছর কলকাতাতেও কাটিয়েছেন। ছবিতে গীতাঞ্জলি ঠিক করেন মেয়েকে নিয়ে দিল্লি যাবেন তাঁর স্বামীর খোঁজে। যাওয়ার পথে রাস্তায় দেখা হয় এক ব্যাক্তির সঙ্গে। সে চরিত্রে অভিনয় করেছেন নওয়াজউদ্দিন।
গতবছর নওয়াজের ‘দ্য লাঞ্চবক্স’ ভারতের অস্কার এন্ট্রি না-হওয়া নিয়ে জলঘোলা হয়েছিল। সেই নওয়াজেরই ছবি এ বার অস্কারে। নওয়াজ আপাতত শিকাগোতে। শিকাগো সাউথএশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে এই ছবির জন্য তিনি পেয়েছেন আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড।
অস্কার এন্ট্রির খবর পেয়ে পরিচালক গীতু মোহনদাস বলছেন, “ছবিটা মন থেকে বানিয়েছিলাম। ছবিটা এর আগে অনেক বড় বড় ফেস্টিভ্যালে দেখানো হয়েছে। এই ছবির জন্যই আমার স্বামী রাজীব রাই এ বছর জাতীয় পুরস্কার পেয়েছেন। এ ছাড়া গীতাঞ্জলি পেয়েছে সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কার।”
জাতীয় পুরস্কারের পরে অস্কার এন্ট্রিটা গীতুর কাছে যাকে বলে ‘আইসিং অন দ্য কেক’!
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy