Advertisement
১৬ অক্টোবর ২০২৪
UBKV Recruitment 2024

উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে কাজের জন্য কর্মী প্রয়োজন, কৃষিবিদ্যায় থাকতে হবে ডিগ্রি

প্রজেক্ট ফেলো হিসাবে নিযুক্তদের কাজের জন্য প্রতি মাসে ১৫ হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হবে।

Uttar Banga Krishi Viswavidyalaya.

উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৪ ১৪:১৮
Share: Save:

উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের দু’টি গবেষণা প্রকল্পে নিয়োগ। কৃষিবিদ্যা কিংবা প্লান্ট প্যাথোলজি বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নদের নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট প্রকল্পে প্রজেক্ট ফেলো হিসাবে কাজের সুযোগ পাবেন দু’জন।

নিযুক্তদের ৩১ মার্চ, ২০২৭ পর্যন্ত উল্লিখিত কাজে বহাল রাখা হবে। পরে কাজের চাহিদার নিরিখে ওই মেয়াদ বৃদ্ধি করা হতে পারে। বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। মহিলা প্রার্থীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর ধার্য করা হয়েছে।

এই কাজের জন্য প্রতি মাসে ১৫ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। পূর্বে কাজের অভিজ্ঞতা রয়েছে, এমন ব্যক্তিদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

উল্লিখিত পদে যোগ্যতা যাচাইয়ের জন্য ইন্টারভিউ নেওয়া হবে ২৪ অক্টোবর। ইন্টারভিউ দেওয়ার জন্য উপস্থিত থাকতে হবে বিশ্ববিদ্যালয়ের কোচবিহার ক্যাম্পাসে। কী কী নথি সঙ্গে রাখতে হবে, সেই সমস্ত বিষয়ে জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিন।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE