রাষ্ট্রায়ত্ত সংস্থা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)-য় চাকরির সুযোগ। সম্প্রতি এই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ব্যাঙ্কের তরফে। বিজ্ঞপ্তিতে প্রকাশ, ব্যাঙ্কে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগ হবে চুক্তির ভিত্তিতে। নিযুক্তদের দেশের বিভিন্ন শহরে কাজের সুযোগ মিলবে। এর জন্য সমগ্র আবেদন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন হবে। যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।
ব্যাঙ্কে কঙ্কারেন্ট অডিটর পদে নিয়োগ হবে। মোট শূন্যপদের সংখ্যা ১১৯৪। নিযুক্তদের পোস্টিং হবে কলকাতা, পটনা, জয়পুর, হায়দরাবাদ, গুয়াহাটি, নয়া দিল্লি-সহ অন্যান্য শহরে। নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে এক বছর থেকে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত।
কঙ্কারেন্ট অডিটর পদে আবেদনকারীদের এসবিআই অথবা রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অবসরপ্রাপ্ত অফিসার হতে হবে। এ ছাড়াও যোগ্যতার ভিন্ন যোগ্যতার মাপকাঠি ধার্য করা হয়েছে। সংশ্লিষ্ট পদে নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে সর্বাধিক ৮০,০০০ টাকা পর্যন্ত।
আরও পড়ুন:
যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক বাছাইয়ের পর সংশ্লিষ্ট পদের জন্য চূড়ান্ত যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। আগ্রহীদের ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে সংশ্লিষ্ট পদে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ১৫ মার্চ আবেদনের শেষ দিন। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানতে ব্যাঙ্কের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।