সিকিম বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্ব বিভাগের কর্মখালি। ওই বিভাগের একটি গবেষণা প্রকল্পে সিনিয়র প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট এবং ডেটা এন্ট্রি অপারেটর প্রয়োজন। ওই কাজের জন্য চার জনকে বেছে নেওয়া হবে।
অ্যাডমিনিস্ট্রেটিভ এবং ফিনান্স ম্যানেজমেন্ট বিভাগে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে এবং যে কোনও বিষয়ে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিরা সিনিয়র প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে কাজের জন্য আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট পদে নিযুক্তকে প্রতি মাসে ৩০,৬০০ টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।
আরও পড়ুন:
দ্বাদশ উত্তীর্ণ ব্যক্তিরা ডেটা এন্ট্রি অপারেটর পদে কাজের জন্য আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে তাঁদের প্রতি ঘন্টায় ৮০০০ বার কম্পিউটারের বোতাম টিপে কাজের দক্ষতা থাকা আবশ্যক। বয়স অনূর্ধ্ব ৩৫ বছর হওয়া প্রয়োজন। প্রতি মাসে ২৯,২০০ টাকা পারিশ্রমিক দেওয়া হবে।
নিযুক্ত ব্যক্তিকে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর অর্থপুষ্ট প্রকল্পে জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে কাজ করতে হবে। মোট ছ’মাসের চুক্তিতে নিয়মিত কাজ চলবে। তবে, ওই মেয়াদ কাজের প্রয়োজনে তিন বছর পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে।
ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করা প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। এর জন্য প্রার্থীদের আবেদন ৬ এপ্রিলের মধ্যে ইমেল মারফত জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আবেদনপত্রের সঙ্গে কী কী নথি থাকা প্রয়োজন, সেই বিষয়ে বিশদ জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।