কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে কর্মী প্রয়োজন। সম্প্রতি পোর্টের তরফে সেই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পোর্টের কলকাতা ডক সিস্টেমের মেরিন বিভাগের জন্য এই নিয়োগ প্রক্রিয়ার আয়োজন করা হবে। কর্মী নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে। এর জন্য ইতিমধ্যে অফলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
নিয়োগ হবে ইলেক্ট্রিশিয়ান পদে। শূন্যপদ রয়েছে একটি। তিন বছরের জন্য চুক্তির ভিত্তিতে এই পদে কর্মী নিয়োগ করা হবে। আবেদনকারীদের বয়স হতে হবে অনূর্ধ্ব ৩৫ বছর। নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হবে ২৬,০০০ টাকা প্রতি মাসে।
আরও পড়ুন:
-
আলিয়া বিশ্ববিদ্যালয়ে পিএইচডিতে ভর্তির প্রক্রিয়া শুরু, কোন কোন বিভাগে সুযোগ রয়েছে?
-
আইএসআই কলকাতার হিউম্যান জেনেটিক্স ইউনিটে গবেষক নিয়োগ, কতগুলি শূন্যপদ রয়েছে?
-
শিবপুরের আইআইইএসটি-তে গবেষণা সংক্রান্ত কাজের সুযোগ, নিয়োগ ইন্টারভিউয়ের মাধ্যমে
-
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আর্টস ফ্যাকাল্টিতে বিভিন্ন বিষয়ে অধ্যাপনার সুযোগ, শূন্যপদ ক’টি?
ইলেক্ট্রিশিয়ান পদের জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে। ডিপ্লোমা সম্পূর্ণ হওয়ার পর এক বছরের পেশাদারি অভিজ্ঞতা থাকাও জরুরি।
আগ্রহীদের এর জন্য বিজ্ঞপ্তি মোতাবেক ফরাম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ১১ জানুয়ারি নথি পাঠানোর শেষ দিন । এর পর বাছাই প্রার্থীদের পোর্টের সিদ্ধান্ত অনুযায়ী লিখিত/দক্ষতা পরীক্ষা বা ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। নিয়োগ সংক্রান্ত বাকি তথ্য বিস্তারিত জানার জন্য প্রার্থীদের পোর্টের ওয়েবসাইট দেখে নিতে হবে।