শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে কাজের সুযোগ রয়েছে। শুক্রবার সেই মর্মে পোর্টের তরফে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পোর্টের হলদিয়া ডক কমপ্লেক্সের ফিন্যান্স বিভাগে কর্মী প্রয়োজন। এর জন্য নিয়োগ হবে চুক্তির ভিত্তিতে। আগ্রহীরা অফলাইনে তাঁদের আবেদনপত্র পাঠাতে পারবেন।
পোর্টের সংশ্লিষ্ট বিভাগে নিয়োগ হবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অ্যাকাউন্টস) পদে। শূন্যপদ রয়েছে দু’টি। এই পদে তিন বছরের জন্য চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে কর্মীদের। আবেদনকারীদের বয়স হতে হবে অনূর্ধ্ব ৪৫ বছর। নিযুক্তদের পারিশ্রমিক হবে ৫৭,০০০ টাকা প্রতি মাসে।
আরও পড়ুন:
-
পূর্ব বর্ধমান জেলায় কাজের সুযোগ, নিয়োগ কোন পদে? শূন্যপদই বা কতগুলি?
-
যাদবপুরের আইএসিএসে গবেষণার সুযোগ, নিয়োগ ইন্টারভিউয়ের মাধ্যমে
-
কেন্দ্রীয় কাচ এবং সেরামিক গবেষণা সংস্থায় দু’টি প্রকল্পে কাজের সুযোগ, শূন্যপদ ক’টি?
-
হাওড়া জেলায় ১৬৬টি শূন্যপদে কর্মখালি, কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে?
-
৫৩টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে পূর্ব বর্ধমান জেলায়, নিয়োগ কোন পদে?
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অ্যাকাউন্টস) পদের জন্য প্রার্থীদের দি ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া (ইকাই) বা দি ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া (ইকমাই)-এর সদস্য হতে হবে। প্রার্থীদের এসএপি বা স্যাপ সম্পর্কিত জ্ঞান বা কাজের অভিজ্ঞতা থাকলে ভাল।
সংশ্লিষ্ট পদে লিখিত পরীক্ষা, ইন্টারভিউ অথবা পোর্ট নির্ধারিত অন্য নিয়োগ-পদ্ধতি মেনে কর্মী নিয়োগ করা হবে। এর জন্য আগ্রহীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরাম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ১১ মার্চ নথি পাঠানোর শেষ দিন । এই বিষয়ে বাকি তথ্য বিস্তারিত জানার জন্য প্রার্থীদের পোর্টের ওয়েবসাইট দেখে নিতে হবে।