রেল মন্ত্রক অধীনস্থ সংস্থায় কাজের সুযোগ। সম্প্রতি রাইটস লিমিটেডের তরফে এই মর্মে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, সংস্থায় চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। এর জন্য শুক্রবার থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
সংস্থায় রেসিডেন্ট ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ান পদে নিয়োগ হবে। মোট শূন্যপদের সংখ্যা ১৪। চুক্তিভিত্তিক এই পদগুলিতে প্রথমে এক বছরের জন্য কর্মী নিয়োগ করা হবে। এর পর সংস্থার প্রয়োজন এবং নিযুক্তদের কাজের উপর নির্ভর করে এই মেয়াদ বৃদ্ধি করা হতে পারে। নিযুক্তদের উত্তর-পূর্বের যে কোনও অঞ্চলে সংস্থার অফিসে পোস্টিং দেওয়া হবে।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। রেসিডেন্ট ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ান পদে নিযুক্তদের বেতন হবে মাসে যথাক্রমে ৩২,৪৯২ টাকা এবং ২৬,৬৪০ টাকা।
রেসিডেন্ট ইঞ্জিনিয়ার (সিভিল) পদে আবেদনের জন্য প্রার্থীদের মেকানিক্যাল/ সিভিল/ ইন্সট্রুমেন্টেশন বা ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনও শাখায় ডিপ্লোমা থাকতে হবে। পাশাপাশি, পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। একই ভাবে অন্য পদটির জন্যও যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে।
আরও পড়ুন:
আগ্রহীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত তথ্য পূরণ করে আবেদন জানাতে হবে। অসংরক্ষিত এবং সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য আবেদনমূল্য ধার্য করা হয়েছে যথাক্রমে ৩০০ এবং ১০০ টাকা। আগামী ১১ মার্চ আবেদনের শেষ দিন। এর পর লিখিত পরীক্ষা এবং নথি যাচাইয়ের মাধ্যমে পদগুলিতে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে আরও জানতে হলে সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে।