রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন (এনটিপিসি)-এ কাজের সুযোগ রয়েছে। সংস্থায় সংশ্লিষ্ট পদে আবেদন করতে পারবেন অবসরপ্রাপ্ত ব্যক্তিরা। দু’দিন আগেই এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংস্থার তরফে। আগ্রহীরা এর জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সেই প্রক্রিয়া।
সংস্থার হিউম্যান রিসোর্স বিভাগে নিয়োগ হবে অ্যাসোসিয়েট পদে। সংশ্লিষ্ট পদে নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে ছ’মাস। আবেদনকারীদের বয়স হতে হবে ৬৩ বছরের মধ্যে। বিজ্ঞপ্তিতে নিযুক্তদের বিজ্ঞপ্তিতে শূন্যপদ এবং পারিশ্রমিকের বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তবে জানানো হয়েছে, নিযুক্তদের পোস্টিং হবে সংস্থার কলকাতা অফিসে।
আবেদনকারীদের গ্র্যাজুয়েশনের পর হিউম্যান রিসোর্সে এমবিএ বা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট/ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট/ পার্সোনেল ম্যানেজমেন্ট/ এমএসডব্লিউ-তে পিজি ডিপ্লোমা থাকতে হবে। এর পর তাঁদের কোনও রাষ্ট্রায়ত্ত সংস্থা/ সরকারি সংস্থা বা অন্য কোনও নামী সংস্থার অবসরপ্রাপ্ত আধিকারিক হতে হবে। এ ক্ষেত্রে উল্লেখ্য, সংস্থাগুলির এইচআর বিভাগে অবসরপ্রাপ্ত আধিকারিকদের ন্যূনতম সাত বছরের পেশাদারি অভিজ্ঞতাও জরুরি।
আরও পড়ুন:
-
এনআইটি দুর্গাপুরে সামার ইন্টার্নশিপের সুযোগ, আবেদনের জন্য কেমন যোগ্যতা প্রয়োজন?
-
যাদবপুরের ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজিতে একাধিক প্রকল্পে কাজের সুযোগ, শূন্যপদ ক'টি?
-
ছ’মাসেই শিখে ফেলুন এআই এবং ডেটা সায়েন্সের খুঁটিনাটি, কোর্স যাদবপুর বিশ্ববিদ্যালয়ের
-
কেন্দ্রীয় সংস্থা পাওয়ারগ্রিডে কর্মখালি, কোন পদে, কত জনের চাকরির সুযোগ?
-
ইঞ্জিনিয়ার নিয়োগ করবে কেন্দ্রীয় সংস্থা রাইটস লিমিটেড, নিয়োগ কতগুলি শূন্যপদে?
আগ্রহীদের মূল বিজ্ঞপ্তিতে দেওয়া লিঙ্কে ক্লিক করে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ২৮ এপ্রিল আবেদনের শেষ দিন। এই বিষয়ে আরও জানতে সংস্থার ওয়েবসাইটটি দেখে নিতে হবে।