ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ, ভুবনেশ্বরে কর্মখালি। প্রতিষ্ঠানের স্কুল অফ কম্পিউটার সায়েন্সেসের ‘নেটওয়েব সামার ইন্টার্নশিপ ২০২৫’-এ কাজের জন্য ইন্টার্ন প্রয়োজন। ওই কাজের জন্য দু’জনকে নিয়োগ করা হবে।
সংশ্লিষ্ট কাজের জন্য কম্পিউটার সায়েন্সেস বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর স্তরে পাঠরত ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে পাইটর্চ, সিইউডিএ ফর মেশিন লার্নিং নিয়ে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। আবেদনকারীদের বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে।
আরও পড়ুন:
দু’মাসের চুক্তিতে কাজ চলবে। তবে প্রয়োজনে ওই মেয়াদ বৃদ্ধি করা হতে পারে। নিযুক্তদের মাসে ১০ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। অনলাইনে আবেদনপত্র গ্রহণ করা হবে। আবেদনের জন্য আলাদা করে কোনও ফি গ্রহণ করা হচ্ছে না।
প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশিকা মোতাবেক ১৬ ফেব্রুয়ারির মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। বাছাই করা প্রার্থীদের অনলাইনে ইন্টারভিউ হবে ওই দিনেই। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।