Advertisement
E-Paper
BB_2025_Lead Zero Banner

মাধ্যমিকের নজরদারিতেও ‘বজ্র আঁটুনি’, নির্দিষ্ট সময় পর্যন্ত মোবাইলে নিষেধাজ্ঞা ঘিরে বাড়ছে বিতর্ক

পরীক্ষার সময়ে মোবাইল বা অন্য কোনও সামগ্রী না রাখার সিদ্ধান্তে খুশি হলেও রেজিস্টারে নাম লিখে রাখা এবং নির্দিষ্ট সময়ের জন্য ফোন ব্যবহারে নিষেধাজ্ঞার বিষয়ে আপত্তি জানিয়েছে শিক্ষামহলের একাংশ।

Mobile ban in Madhyamik Exam.

প্রতীকী চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৫৮
Share
Save

মাধ্যমিক পরীক্ষায় নজরদারির দায়িত্বে থাকা শিক্ষকদের জন্য এসেছে একগুচ্ছ নির্দেশিকা। মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, পরীক্ষার দায়িত্বে থাকা শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের কাছে মোবাইল বা অন্য কোনও বৈদ্যুতিন সামগ্রী থাকা চলবে না। পরীক্ষা শুরু হওয়ার সময় সকাল ন'টা থেকে বিকেল চারটে পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে।

বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডলের মতে, নিয়মমাফিক কোনও শিক্ষক পরীক্ষার ডিউটির সময়ে যদি মোবাইল বা ইলেকট্রনিক গ্যাজেট না নিয়ে যান, সেটা পর্ষদের সিদ্ধান্তকে এক প্রকার মান্যতাই দেওয়া হল। তার জন্য আবার রেজিস্টারে আলাদা করে লিখে দিতে হবে কেন? পর্ষদের বিতর্কিত সিদ্ধান্তকে অপমানজনক বলেও দাবি করেছেন স্বপন।

পর্ষদের নির্দেশিকা অনুযায়ী, শিক্ষক-শিক্ষাকর্মীরা মোবাইল বা ইলেকট্রনিক্স গ্যাজেট নিয়ে পরীক্ষা কেন্দ্রে এলে প্রধান শিক্ষকের রেজিস্টারের লিখিত ভাবে তা জানাতে হবে। যে সমস্ত শিক্ষক বা শিক্ষাকর্মী পরীক্ষার দায়িত্ব পালন করবেন, তাঁদের মোবাইল ভেন্যু সুপারভাইজ়ারের কাছে জমা থাকবে। কারা মোবাইল জমা দিলেন, তার তথ্য নিয়ে প্রধান শিক্ষককে একটি রোস্টারও বানাতে হবে। কোন‌ও শিক্ষক বা শিক্ষাকর্মী কী ধরনের ইলেকট্রনিক্স গ্যাজেট বা মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছেন, সেই বিষয়েও নজর রাখতে হবে। পরীক্ষা চলাকালীন কোন‌ও শিক্ষক বা শিক্ষাকর্মী নিয়ম না মানলে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ভেন্যু সুপারভাইজ়ার পর্ষদকে সমস্ত বিষয়টা রিপোর্ট করবেন।

কলেজিয়াম অফ অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার্স অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেসেস-এর সম্পাদক সৌদীপ্ত দাসের মতে, পরীক্ষা কেন্দ্রে সবার মোবাইলেই নিষেধাজ্ঞা থাকা উচিত। তবে, তাঁর অভিযোগ, সিভিক ভল্যান্টিয়াদের যথেচ্ছ মোবাইল ব্যবহার করতে দেখা যায়। এর সঙ্গেই অ্যাডিশনাল ভেন্যু সুপারভাইজ়ারদের পর্ষদকে খবর দেওয়ার বাইরে বাকি সময়টা মোবাইলে খেলাধুলো ও অপব্যবহার করতে দেখা যায়। এমনকী ভিজ়িটিং টিমের সদস্যরাও ফোন করতে করতেই পরীক্ষার ঘরে ঢুকে পড়েন। এ ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কেন লাগু করা হয় না, সেই প্রশ্নের উত্তর খুঁজছে শিক্ষা মহল।

একই সঙ্গে পর্ষদের তরফে ২৪ ঘণ্টার জন্য একাধিক হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। ওই নম্বরগুলিতে যে কোনও সময় ফোন করলেই পরীক্ষার্থীরা পরীক্ষা সংক্রান্ত বিষয়ে সমস্ত সহযোগিতা পাবে। এই নম্বরগুলি ২২ ফেব্রুয়ারি পর্যন্ত চালু থাকবে। সেন্ট্রাল কন্ট্রোল রুমের নম্বরগুলি হল, ০৩৩ ২৩২১ ৩৮১৩, ০৩৩ ২৩৫৯ ২২৭৭ এবং ০৩৩ ২৩৩৭ ২২৮২। পাশাপাশি, কলকাতার পড়ুয়ারা ০৩৩ ২৩২১ ৩৮১১, বর্ধমানের পড়ুয়ারা ০৩৪ ২২৬৬ ২৩৭৭ মেদিনীপুরের পড়ুয়ারা ০৩২ ২২২৭ ৫৫২৪ এবং উত্তরবঙ্গের পড়ুয়ারা ০৩৫ ৩২৯৯ ৯৬৭৭ নম্বরে যে কোনও সময়ে যোগাযোগ করতে পারে।

madhyamik exam Mobile Ban Exam Hall WB Teachers

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

এটি একটি প্রিন্ট আর্টিক্‌ল…

  • এমন অনেক খবরই এখন আপনার হাতের মুঠোয়

  • সঙ্গে রোজ পান আনন্দবাজার পত্রিকার নতুন ই-পেপার পড়ার সুযোগ

  • ই-পেপারের খবর এখন শুধুই ছবিতে নয়, টেক্সটেও

প্ল্যান সিলেক্ট করুন

মেয়াদ শেষে নতুন দামে আপনাকে নতুন করে গ্রাহক হতে হবে

Best Value
এক বছরে

৫১৪৮

১৯৯৯

এক বছর পূর্ণ হওয়ার পর আপনাকে আবার সাবস্ক্রিপশন কিনতে হবে। শর্তাবলী প্রযোজ্য।
*মান্থলি প্ল্যান সাপেক্ষে
এক মাসে

৪২৯

১৬৯

এক মাস পূর্ণ হওয়ার পর আপনাকে আবার সাবস্ক্রিপশন কিনতে হবে। শর্তাবলী প্রযোজ্য।