পহেলগাঁও কাণ্ডের আবহে পর্যটকদের কাশ্মীর না-ছাড়়ার অনুরোধ করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তাঁর দাবি, যদি পর্যটকেরা কাশ্মীর ছেড়ে চলে যান, তবে শত্রুরা জিতে যাবে। তবে পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর পর্যটকদের ভয় পাওয়া যে সঙ্গত, সে কথাও মেনেছেন ন্যাশনাল কনফারেন্স (এনসি) নেতা ওমর।
শনিবার জম্মু ও কাশ্মীরের রামবান জেলায় মেঘভাঙা বৃষ্টি এবং হড়পা বানে বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যান ওমর। সেখানে তিনি বলেন, “পর্যটকেরা যে ভীত, আমি তা বুঝতে পারছি। যাঁরা ছুটি কাটাতে এখানে এসেছেন, তাঁরা ভয় পেতে চাইবেন না।” একই সঙ্গে পর্যটকদের উদ্দেশে ওমরের আর্জি, “এই সময়ে কাশ্মীর ছেড়ে চলে যাবেন না। তা হলে হয়তো আমাদের শত্রুরা জিতে যাবে। তারা পর্যটকদের নিশানা করেছে। কারণ তারা কাশ্মীরকে পর্যটকমুক্ত করতে চায়।”
সম্প্রতি জম্মু ও কাশ্মীর বিধানসভায় ওমর জানান, চলতি বছরের মার্চ মাস পর্যন্ত কাশ্মীরে ২.৩ কোটি পর্যটক এসেছেন। ২০২৩ সালে এই সংখ্যাটি ছিল ২.১১ কোটি। পর্যটকের সংখ্যা যে বেড়েছিল, তা স্বীকার করছেন কাশ্মীরের ব্যবসায়ী এবং হোটেল মালিকেরাও। কিন্তু পহেলগাঁও কাণ্ডের পর পর্যটকদের অধিকাংশই আতঙ্কে কাশ্মীর ছাড়ছেন। হোটেলগুলির বুকিং বাতিল হচ্ছে। ফলে লাভ নয়, এখন লোকসানের আশঙ্কাই করছেন উপত্যকার ব্যবসায়ীরা। এই আবহে পর্যটকদের কাশ্মীর না-ছাড়ার আর্জি জানালেন ওমর।