ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), গুয়াহাটিতে কর্মখালি। প্রতিষ্ঠানের ডিপার্টমেন্ট অফ হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস-এর একটি গবেষণা প্রকল্পে কাজের জন্য প্রজেক্ট ফেলো প্রয়োজন। সংশ্লিষ্ট প্রকল্পে কাজের জন্য এক জনকে নিয়োগ করা হবে। এই বিষয়ে প্রতিষ্ঠানের তরফে একটি বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ডিজ়াইন বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা উল্লিখিত পদে কাজ করতে পারবেন। এ ছাড়াও ইঞ্জিনিয়ারিং, সায়েন্স কিংবা হিউম্যানিটিস শাখার কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরাও আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের তিন বছরের কাজের অভিজ্ঞতা এবং মণিপুরের উরখুল জেলার ফালে গ্রামের বিষয়ে জ্ঞান থাকা আবশ্যক।
আরও পড়ুন:
নিযুক্তদের ২৪ হাজার ৪৫০ টাকা প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। পদের নিরিখে ১ মাসের চুক্তিতে নিযুক্তদের কাজ চলবে। অনলাইনে ২৯ এপ্রিল ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।
আগ্রহীরা ২১ এপ্রিলের মধ্যে জীবনপঞ্জি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নথি-সহ আবেদনপত্র জমা দিতে পারবেন। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।