ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।
কেন্দ্রীয় গবেষণা প্রতিষ্ঠানে কাজের সুযোগ। এই মর্মে সম্প্রতি ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, প্রতিষ্ঠানের ডিভিশন অফ জেনেটিক্সের একটি গবেষণা প্রকল্পে সিনিয়র রিসার্চ ফেলো প্রয়োজন। ওই কাজে এক জনকে নিয়োগ করা হবে।
জেনেটিক্স, প্লান্ট ব্রিডিং, এগ্রিকালচারাল বটানি, প্লান্ট বায়োটেকনোলজিতে স্নাতকোত্তর যোগ্যতা থাকলে আবেদন করা যাবে। তবে এ ক্ষেত্রে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) কিংবা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট ফর ইঞ্জিনিয়ারিং (গেট) উত্তীর্ণকে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
সিনিয়র রিসার্চ ফেলোশিপের জন্য নির্বাচিত ব্যক্তিকে প্রতি মাসে ৩১ হাজার পারিশ্রমিক দেওয়া হবে। তাঁর বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। এ ছাড়াও ফিল্ড ক্রপ ব্রিডিং এবং বায়োইনফরমেটিক্স নিয়ে আগে গবেষণামূলক কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
ইমেল মারফত আগ্রহীদের আবেদনপত্র জমা দিতে হবে। ১৩ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। বাছাই করা প্রার্থীদের ডাকা হবে ইন্টারভিউয়ের জন্য। তবে আবেদনপত্র এবং অন্যান্য নথি পিডিএফ ফরম্যাটে পাঠাতে হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy