ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) ভুবনেশ্বরে কর্মখালি। প্রতিষ্ঠানের সেন্ট্রাল লাইব্রেরিতে কর্মী প্রয়োজন। চুক্তির ভিত্তিতে লাইব্রেরি প্রফেশনাল ট্রেনি নিয়োগ করা হবে। শূন্যপদ চারটি।
সংশ্লিষ্ট কাজের জন্য লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে বেছে নেওয়া হবে। তবে সমতুল্য কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নরাও আবেদনের সুযোগ পাবেন। উল্লিখিত পদে আবেদনকারীদের বয়স ২৬ বছরের মধ্যে হতে হবে।
আরও পড়ুন:
মোট দু’বছরের চুক্তিতে নিযুক্ত ব্যক্তিদের কাজ করতে হবে। নিযুক্ত ব্যক্তির প্রতি মাসের পারিশ্রমিক হবে ২৩ হাজার টাকা।
সংশ্লিষ্ট পদের জন্য অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। ২১ এপ্রিল পর্যন্ত আবেদনপত্র পাঠানো যাবে। ২৩ এপ্রিল লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।