হিন্দুস্থান এরোনটিক্স লিমিটেডে কর্মখালি। প্রতিষ্ঠানের ব্যারাকপুর ডিভিশনের ডিসপেনসারিতে ভিজ়িটিং কনসালট্যান্ট পদে নিয়োগ করা হবে। শূন্যপদ দু’টি।
ডক্টরেট অফ মেডিসিন (ডিএম) কিংবা ডক্টর অফ মেডিসিন (এমডি) ডিগ্রি অর্জন করেছেন এবং ন্যূনতম পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে, এমন ব্যক্তিদের সংশ্লিষ্ট পদে নিয়োগ করা হবে।
আরও পড়ুন:
আবেদনকারীদের বয়স ৬৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। মোট দু’বছরের চুক্তিতে নিযুক্তদের কাজ চলবে। প্রতি ভিজ়িট পিছু নিযুক্তদের ৩,৫০০ টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে।
ডাকযোগে আগ্রহীদের আবেদন গ্রহণ করা হবে। ২১ এপ্রিল আবেদনের শেষ দিন। পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিতে দেওয়া বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।