প্রতীকী ছবি।
কেন্দ্রীয় জ্ঞাপন মন্ত্রকের ডাক বিভাগে মোটর ভেহিক্যাল মেকানিক পদে নিয়োগ করা হবে। কর্মীদের মেল মোটর সার্ভিস (এমএমএস) ইউনিটে সরাসরি নিয়োগ করা হবে। ১৮ থেকে ৩০ বছর বয়সি প্রার্থীদের আবেদন গ্রহণ করা হবে।
কারা আবেদন করতে পারবেন?
মোটর ভেহিক্যাল মেকানিক পদে মোট তিন জন কর্মী নিয়োগ করা হবে। প্রার্থীদের অষ্টম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। তাঁদের সরকার স্বীকৃত টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে উল্লিখিত বিষয়ে কাজের কিংবা প্রশিক্ষণের শংসাপত্র থাকতে হবে। পাশাপাশি, প্রার্থীদের ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যক।
দক্ষতা এবং অভিজ্ঞতা:
প্রার্থীদের অন্তত এক বছর সংশ্লিষ্ট বিভাগে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
নিয়োগ পদ্ধতি:
আবেদনকারীদের কম্পিটেটিভ ট্রেড টেস্টের মাধ্যমে নিযুক্ত করা হবে।
বেতন:
নিযুক্ত ব্যক্তিরা মাসে ১৯ হাজার ৯০০ টাকা থেকে ৬৩ হাজার ২০০ টাকা বেতন হিসাবে পাবেন।
প্রার্থীদের ডাকযোগে সংশ্লিষ্ট পদের জন্য আবেদন পেশ করতে হবে। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেওয়া ফরম্যাট অনুযায়ী আবেদনপত্র পাঠাতে হবে। এই পদে চলতি বছরের ১৯ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। পদ এবং নিয়োগ সংক্রান্ত বিষয়ে আরও জানতে প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy